০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
আমদানি বাড়ায় সাতক্ষীরার মসলা বাজারগুলোতে এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫০ টাকা পর্যন্ত কমেছে আদার দাম।

ভোমরা বন্দর দিয়ে আদা আমদানি বেড়েছে ১০ গুণ

সাতক্ষীরা প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০৮:১৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • / ৩৪ বার পড়া হয়েছে

 

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে জুলাই মাসে আদা আমদানি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় দশ গুণ বেশি বেড়েছে।

আমদানি বাড়ায় সাতক্ষীরার মসলা বাজারগুলোতে পণ্যটির দাম কমেছে। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫০ টাকা পর্যন্ত কমেছে আদার দাম।

ব্যবসায়ী ও আমদানিকারকরা বলছেন, বাজারে চাহিদা বেশি থাকায় আমদানি বাড়ানো হয়েছে, আর সরবরাহ বাড়ায় কমেছে দাম।

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগ থেকে পাওয়া তথ্য অনুয়ায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এ স্থলবন্দর দিয়ে ৪ হাজার ৭০৩ টন আদা আমদানি হয়েছে, যার আমদানি মূল্য ছিল ৫৭ কোটি ২ লাখ টাকা।

২০২৪-২৫ অর্থবছরের একই সময় ৫ কোটি ৮৪ লাখ টাকা মূল্যের ৪৮৮ টন আদা আমদানি হয়েছিল। এ হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম মাসে পণ্যটির আমদানি বেড়েছে ৪ হাজার ২১৫ টন।

সাতক্ষীরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বলেন, “বাজারে যেকোনো পণ্যের সরবরাহ বেড়ে গেলে দাম কমে আসে। সম্প্রতি ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি বাড়ায় আদার দাম কমে এসেছে।”

ভোমরা স্থলবন্দরের মসলাপণ্য আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স দীপা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সুকুমার দাস বাচ্চু বলেন, বাজারে চাহিদা বেশি থাকায় তিনি তার প্রতিষ্ঠানে আদা আমদানি বাড়িয়েছেন।

সরেজমিনে দেখা যায়, সাতক্ষীরা সদরের সুলতানপুর বড় বাজারের পাইকারি মসলা বিপনন প্রতিষ্ঠান ‘মেসার্স সরদার স্টোরে’ প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে ১৩০ টাকা দরে। এক সপ্তাহ আগেও সেখানে প্রতি কেজি আদা বিক্রি হয়েছে ১৮০-১৯০ টাকায়।

দাম কমে যাওয়ার কারণ হিসেবে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আব্দুল হাকিম বলছেন, বাজারে পণ্যটির সরবরাহ বাড়ায় দাম কমে এসেছে।

 

 

সাতক্ষীরা প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

আমদানি বাড়ায় সাতক্ষীরার মসলা বাজারগুলোতে এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫০ টাকা পর্যন্ত কমেছে আদার দাম।

ভোমরা বন্দর দিয়ে আদা আমদানি বেড়েছে ১০ গুণ

আপডেট সময় ০৮:১৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

 

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে জুলাই মাসে আদা আমদানি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় দশ গুণ বেশি বেড়েছে।

আমদানি বাড়ায় সাতক্ষীরার মসলা বাজারগুলোতে পণ্যটির দাম কমেছে। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫০ টাকা পর্যন্ত কমেছে আদার দাম।

ব্যবসায়ী ও আমদানিকারকরা বলছেন, বাজারে চাহিদা বেশি থাকায় আমদানি বাড়ানো হয়েছে, আর সরবরাহ বাড়ায় কমেছে দাম।

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগ থেকে পাওয়া তথ্য অনুয়ায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এ স্থলবন্দর দিয়ে ৪ হাজার ৭০৩ টন আদা আমদানি হয়েছে, যার আমদানি মূল্য ছিল ৫৭ কোটি ২ লাখ টাকা।

২০২৪-২৫ অর্থবছরের একই সময় ৫ কোটি ৮৪ লাখ টাকা মূল্যের ৪৮৮ টন আদা আমদানি হয়েছিল। এ হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম মাসে পণ্যটির আমদানি বেড়েছে ৪ হাজার ২১৫ টন।

সাতক্ষীরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বলেন, “বাজারে যেকোনো পণ্যের সরবরাহ বেড়ে গেলে দাম কমে আসে। সম্প্রতি ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি বাড়ায় আদার দাম কমে এসেছে।”

ভোমরা স্থলবন্দরের মসলাপণ্য আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স দীপা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সুকুমার দাস বাচ্চু বলেন, বাজারে চাহিদা বেশি থাকায় তিনি তার প্রতিষ্ঠানে আদা আমদানি বাড়িয়েছেন।

সরেজমিনে দেখা যায়, সাতক্ষীরা সদরের সুলতানপুর বড় বাজারের পাইকারি মসলা বিপনন প্রতিষ্ঠান ‘মেসার্স সরদার স্টোরে’ প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে ১৩০ টাকা দরে। এক সপ্তাহ আগেও সেখানে প্রতি কেজি আদা বিক্রি হয়েছে ১৮০-১৯০ টাকায়।

দাম কমে যাওয়ার কারণ হিসেবে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আব্দুল হাকিম বলছেন, বাজারে পণ্যটির সরবরাহ বাড়ায় দাম কমে এসেছে।

 

 

সাতক্ষীরা প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম