০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
শিক্ষা উপদেষ্টার বরাতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এ খবর দিয়েছেন ।

মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিতের খবর দিল তথ্য মন্ত্রণালয়

সাবরিনা জাহান- বিশেষ প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০৭:৪৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • / ২৮ বার পড়া হয়েছে

ফাইল ছবি

 

ঢাকার উত্তরায় বিমানবাহিনীর জঙ্গি বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল ও কলেজে হতাহতের ঘটনায় মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করার খবর এসেছে তথ্য উপদেষ্টার ফেইসবুক পেইজে।

সোমবার মধ্যরাতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ফেইসবুক পেইজে এক অ্যাডমিন পোস্টে বলা হয়, “শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মাহফুজ আলমের সাক্ষাত হয়েছে। আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা।”

এদিন দুপুরে মাইলস্টোন স্কুলের একটি ভবনের ওপর বিমান বাহিনীর এটি জঙ্গি বিমান বিধ্বস্ত হয়। ওই ভবনে তখন বাচ্চাদের ক্লাস চলছিল।

উদ্ধার অভিযান শেষে আইএসপিআর পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাইলটসহ ২০ জনের মৃত্যুর তথ্য দেয়।

এই প্রেক্ষাপটে মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে সরকার। পাশাপাশি আগামী তিন দিনের জন‍্য জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার সকল অনুষ্ঠান স্থগিত করে প্রধান উপদেষ্টার কার্যালয়।

সে কারণে চলমান এইচএসসি পরীক্ষাও স্থগিত করা হবে কিনা তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হচ্ছিল। কিন্তু ঢাকা শিক্ষা বোর্ড বলেছিল, পরীক্ষা স্থগিতে কোনো সিদ্ধান্ত হয়নি।

তবে পরে পরীক্ষা স্থগিতের বিষয়টি জানিয়ে গভীর রাতে পোস্ট দেওয়া হয় তথ্য উপদেষ্টার ফেইসবুক পোস্টে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও ফেইসবুকে একই খবর দেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ পরে এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, “রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় মঙ্গলবারের ( ২২ শে জুলাই ২০২৫) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা উপদেষ্টা।”

মঙ্গলবার এইচএসসিতে রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র (মানবিক শাখা), ইতিহাস দ্বিতীয় পত্র বা গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র পরীক্ষা হওয়ার কথা ছিল।

বন্যা পরিস্থিতির কারণে এর আগে গত ১০ জুলাই কুমিল্লা শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়।

আর সংঘাতের পর কারফিউ জারির কারণে ১৭ জুলাই গোপালগঞ্জ জেলার ঢাকা, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের আওতাধীন সব পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

 

সাবরিনা জাহান- বিশেষ প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

শিক্ষা উপদেষ্টার বরাতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এ খবর দিয়েছেন ।

মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিতের খবর দিল তথ্য মন্ত্রণালয়

আপডেট সময় ০৭:৪৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

 

ঢাকার উত্তরায় বিমানবাহিনীর জঙ্গি বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল ও কলেজে হতাহতের ঘটনায় মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করার খবর এসেছে তথ্য উপদেষ্টার ফেইসবুক পেইজে।

সোমবার মধ্যরাতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ফেইসবুক পেইজে এক অ্যাডমিন পোস্টে বলা হয়, “শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মাহফুজ আলমের সাক্ষাত হয়েছে। আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা।”

এদিন দুপুরে মাইলস্টোন স্কুলের একটি ভবনের ওপর বিমান বাহিনীর এটি জঙ্গি বিমান বিধ্বস্ত হয়। ওই ভবনে তখন বাচ্চাদের ক্লাস চলছিল।

উদ্ধার অভিযান শেষে আইএসপিআর পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাইলটসহ ২০ জনের মৃত্যুর তথ্য দেয়।

এই প্রেক্ষাপটে মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে সরকার। পাশাপাশি আগামী তিন দিনের জন‍্য জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার সকল অনুষ্ঠান স্থগিত করে প্রধান উপদেষ্টার কার্যালয়।

সে কারণে চলমান এইচএসসি পরীক্ষাও স্থগিত করা হবে কিনা তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হচ্ছিল। কিন্তু ঢাকা শিক্ষা বোর্ড বলেছিল, পরীক্ষা স্থগিতে কোনো সিদ্ধান্ত হয়নি।

তবে পরে পরীক্ষা স্থগিতের বিষয়টি জানিয়ে গভীর রাতে পোস্ট দেওয়া হয় তথ্য উপদেষ্টার ফেইসবুক পোস্টে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও ফেইসবুকে একই খবর দেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ পরে এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, “রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় মঙ্গলবারের ( ২২ শে জুলাই ২০২৫) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা উপদেষ্টা।”

মঙ্গলবার এইচএসসিতে রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র (মানবিক শাখা), ইতিহাস দ্বিতীয় পত্র বা গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র পরীক্ষা হওয়ার কথা ছিল।

বন্যা পরিস্থিতির কারণে এর আগে গত ১০ জুলাই কুমিল্লা শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়।

আর সংঘাতের পর কারফিউ জারির কারণে ১৭ জুলাই গোপালগঞ্জ জেলার ঢাকা, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের আওতাধীন সব পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

 

সাবরিনা জাহান- বিশেষ প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম