মনে হচ্ছে ঘোরের ভেতর আছি : আনুশকা শর্মা
- আপডেট সময় ০৭:১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
- / ২১৩ বার পড়া হয়েছে
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। বর্তমানে স্বামী-সন্তানকে নিয়েই ব্যস্ত থাকতে দেখা যায় তাকে। তাই আগের মতো প্রেক্ষাগৃহে নিয়মিত দেখা মেলে না আনুশকার।
তবে কম সিনেমা দিয়েও সফলতা ধরে রেখেছেন তিনি। প্রতিটি সিনেমাই বক্স অফিসে ভালো আয়ের পাশাপাশি ব্যাপক প্রশংসাও কুড়াচ্ছে দর্শকদের। সম্প্রতি ভক্তদের সুখবর দিলেন আনুশকা।
আগামী ১৬ মে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হবে কান উৎসবের ৭৬তম আসর। আর সেই রেড কারপেটে এবার হাঁটতে যাচ্ছেন এই অভিনেত্রী। তবে আনুশকা নন শুধু রেড কারপেটে পা রাখবেন আরও অনেকেই।

জানা গেছে, এবারের কান উৎসবের আসরে চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত নারীদের সম্মানিত করা হবে। আর সেই পুরস্কার তাদের হাতে তুলে দেবেন আনুশকা ও অস্কারজয়ী হলিউড অভিনেত্রী কেট উইন্সলেট।
এ ব্যাপারে উচ্ছ্বসিত হয়ে আনুশকা বলেন, ‘মনে হচ্ছে ঘোরের ভেতর আছি। ক্যারিয়ারের আরেকটি সফলতা যুক্ত হতে যাচ্ছে।’ প্রসঙ্গত, কান উৎসবের এবারের আসরটির পর্দা নামবে আগামী ২৭ মে।











