ঘটনাস্থল থেকে আটক করা হয় ট্রলির চালক মিজান মিয়াকে। পলাতক রয়েছে মিলের মালিক হক মিয়া।
ময়মনসিংহে অভিযানে সরকারি ৭৮০ বস্তা চাল জব্দ

- আপডেট সময় ০২:৪০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
- / ১ বার পড়া হয়েছে
ময়মনসিংহের তারাকান্দায় অভিযানে অবৈধভাবে মজুদ করা ৭৮০ বস্তা সরকারি চাল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় আটক করা হয়েছে একজনকে।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কলেজ রোড এলাকায় ফাহিম এবং সামিয়া রাইস মিলে বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুরু হয়ে ভোর ৪টা পর্যন্ত এ অভিযান চলে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসাইন।
অভিযানে জব্দ করা চালের মধ্যে ২৮৬টি ৫০ কেজি ওজনের বস্তা, ৪৯৪টি ২৫ কেজি ওজনের বস্তা। সেইসঙ্গে ১ হাজার খালি বস্তা, একটি ট্রাক, একটি ট্রলি, তিনটি অটোরিকশা, একটি ওজন যন্ত্র এবং একটি বস্তা সেলাইয়ের যন্ত্র জব্দ করা হয়।
ঘটনাস্থল থেকে আটক করা হয় ট্রলির চালক মিজান মিয়াকে (৩৮)। পলাতক রয়েছে মিলের মালিক হক মিয়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির বলেন, চালগুলো সরকারি। সেগুলো উদ্ধার করে উপজেলা কার্যালয়ে নেয়া হয়েছে।
তিনি বলেন, সরকারি চাল কিভাবে সেখানে মজুদ করা হল, কারা এর সঙ্গে জড়িত সেই তদন্ত করা হচ্ছে। এই চক্রটিকে দ্রুত আইনের আওতায় আনা হবে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়ে তারাকান্দা থানার ওসি মুহাম্মদ টিপু সুলতান বলেন, আটক ট্রলির চালক মিজানকে থানায় আনা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।