০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

মসলার বাজার নিয়ন্ত্রণে নামছে ভোক্তা অধিকার

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৫:০৪:২৪ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩
  • / ১০৭ বার পড়া হয়েছে

কোরবানি ঈদকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী অতি মুনাফা করতে মরিয়া হয়ে উঠেন। ইতোমধ্যে সিন্ডিকেট করে তারা বাড়িয়ে দিয়েছে পেঁয়াজ, রসুন, আদাসহ বিভিন্ন ধরনের মসলার দাম। নিয়ন্ত্রণে মৌলভীবাজার ও শ্যামবাজারে কাজ করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২৮ মে) দুপুরে কারওয়ান বাজারে গরম মসলার মূল্য ও সরবরাহ স্থিতিশীল রাখার লক্ষ্যে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান এ তথ্য জানান। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল মসলার বাজারে অনিয়মের চিত্র তুলে ধরেন।

তিনি বলেন, মৌলভীবাজারের মসলা ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম নির্ধারণ করেন। সেখানে কোনো মূল্য তালিকা দেখা যায় না। কোথা থেকে কত দামে এনেছেন তাও জানাতে চান না। এখানে আমাদের কাজ করার জায়গা আছে। মসলার দোকানে টেক্সটাইল কালার ব্যবহার করতেও দেখছি। ফুডগ্রেড কালার নয়।

আদার দাম প্রসঙ্গে সফিকুজ্জামান বলেন, কোরবানির ঈদ আসার আগেই মসলাসহ সব ধরনের খাদ্য পণ্যের বাড়তি চাহিদা সৃষ্টি হয়। এ সুযোগে অসাধু ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দেন। এ নিয়ে চট্টগ্রামে আমরা বাজার মনিটর করেছি। ঢাকার বাজারও পর্যবেক্ষণ করছি।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

মসলার বাজার নিয়ন্ত্রণে নামছে ভোক্তা অধিকার

আপডেট সময় ০৫:০৪:২৪ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩

কোরবানি ঈদকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী অতি মুনাফা করতে মরিয়া হয়ে উঠেন। ইতোমধ্যে সিন্ডিকেট করে তারা বাড়িয়ে দিয়েছে পেঁয়াজ, রসুন, আদাসহ বিভিন্ন ধরনের মসলার দাম। নিয়ন্ত্রণে মৌলভীবাজার ও শ্যামবাজারে কাজ করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২৮ মে) দুপুরে কারওয়ান বাজারে গরম মসলার মূল্য ও সরবরাহ স্থিতিশীল রাখার লক্ষ্যে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান এ তথ্য জানান। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল মসলার বাজারে অনিয়মের চিত্র তুলে ধরেন।

তিনি বলেন, মৌলভীবাজারের মসলা ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম নির্ধারণ করেন। সেখানে কোনো মূল্য তালিকা দেখা যায় না। কোথা থেকে কত দামে এনেছেন তাও জানাতে চান না। এখানে আমাদের কাজ করার জায়গা আছে। মসলার দোকানে টেক্সটাইল কালার ব্যবহার করতেও দেখছি। ফুডগ্রেড কালার নয়।

আদার দাম প্রসঙ্গে সফিকুজ্জামান বলেন, কোরবানির ঈদ আসার আগেই মসলাসহ সব ধরনের খাদ্য পণ্যের বাড়তি চাহিদা সৃষ্টি হয়। এ সুযোগে অসাধু ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দেন। এ নিয়ে চট্টগ্রামে আমরা বাজার মনিটর করেছি। ঢাকার বাজারও পর্যবেক্ষণ করছি।