মহাসড়কে গাড়ির চাপ, বেশি ভাড়া নেওয়ার অভিযোগ
- আপডেট সময় ১০:০৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
- / ৯৮ বার পড়া হয়েছে
উত্তরবঙ্গের ২৩ জেলার মানুষের প্রবেশ মুখ চন্দ্রা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় যানজট না হলেও গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। তবে ভাড়া কয়েক গুণ বাড়তি আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা। বুধবার (১৯ এপ্রিল) সকালে চন্দ্রা ত্রিমোড় এলাকায় এই দৃশ্য দেখা যায়।
জানা গেছে, মঙ্গলবার থেকে সরকারি ছুটি ঘোষণা ও কিছু সংখ্যক শিল্প কারখানা ছুটি ঘোষণা করায় দুপুরে পর থেকে চন্দ্রা মহাসড়কের মানুষের চাপ বেড়ে যায়। বুধবার সকালেও এমনই দৃশ্য দেখা যায় ঢাকা মহাসড়কে চন্দ্রা এলাকায়। তবে যানজট না হলেও গাড়ির দীর্ঘ সারি রয়েছে।
এদিকে যাত্রীদের অভিযোগ আগের চেয়ে ভাড়া বেশি নিচ্ছে। তবে বাস না পেয়ে ট্রাক, পিকআপ, সিএনজি ও মোটরসাইকেলে অধিক ভাড়ায় গন্তব্যে যাচ্ছে তারা। মাজেদা বেগম নামে এক পোশাক শ্রমিক জানান, পোশাক কারখানার ছুটি শুরু হয়েছে। যানজটের ভয়ে আগেভাগেই গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছি। চন্দ্রায় এসে গাড়িতে সিট পাচ্ছি না। যা আছে সেসবের ভাড়া অনেক বেশি।
সালনা হাইওয়ে (কোনাবাড়ি) থানার ওসি আতিকুর রহমান জানান, ঈদকে সামনে রেখে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রায় দু’শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। বাড়তি ভাড়া নিচ্ছে, এমন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।