০৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
ঢাকার কাফরুল এলাকা থেকে শনিবার তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মহিলা আওয়ামী লীগের সুইটি ৩ দিনের রিমান্ডে

নিঝুম আহমেদ - জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০১:২৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৫ বার পড়া হয়েছে

 

‘অপরাধমূলক ষড়যন্ত্রের’ মামলায় ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সদস্য নাহিদা নূর সুইটিকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত।

ঢাকার মহানগর হাকিম আবদুল ওয়াহাব রোববার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে রিমান্ডেরর আদেশ দেন।

প্রসিকিউশন পুলিশের এসআই মোকছেদুল ইসলাম বলেন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই সাইফুল ইসলাম সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। কিন্তু আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শনিবার কাফরুল এলাকা থেকে নাহিদা নূর সুইটিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

তেজগাঁও শিল্পাঞ্চল থানায় করা এ মামলায় বলা হয়েছে, শুক্রবার জুমার নামাজের পর তেজগাঁওয়ের রহিম মেটাল মসজিদের সামনে ঝটিকা মিছিল বের করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা রাষ্ট্র ও সরকারবিরোধী স্লোগান দিয়ে সন্ত্রাসবাদ উসকে দেন।

মামলায় বাদী হয়েছেন ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের এসআই মোরশেদুর রহমান।

 

 

নিঝুম আহমেদ – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

ঢাকার কাফরুল এলাকা থেকে শনিবার তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মহিলা আওয়ামী লীগের সুইটি ৩ দিনের রিমান্ডে

আপডেট সময় ০১:২৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

 

‘অপরাধমূলক ষড়যন্ত্রের’ মামলায় ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সদস্য নাহিদা নূর সুইটিকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত।

ঢাকার মহানগর হাকিম আবদুল ওয়াহাব রোববার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে রিমান্ডেরর আদেশ দেন।

প্রসিকিউশন পুলিশের এসআই মোকছেদুল ইসলাম বলেন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই সাইফুল ইসলাম সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। কিন্তু আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শনিবার কাফরুল এলাকা থেকে নাহিদা নূর সুইটিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

তেজগাঁও শিল্পাঞ্চল থানায় করা এ মামলায় বলা হয়েছে, শুক্রবার জুমার নামাজের পর তেজগাঁওয়ের রহিম মেটাল মসজিদের সামনে ঝটিকা মিছিল বের করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা রাষ্ট্র ও সরকারবিরোধী স্লোগান দিয়ে সন্ত্রাসবাদ উসকে দেন।

মামলায় বাদী হয়েছেন ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের এসআই মোরশেদুর রহমান।

 

 

নিঝুম আহমেদ – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম