দুপুর নাগাদ বিস্তারিত তুলে ধরবে শিক্ষা প্রতিষ্ঠানটি।
মাইলস্টোনের চারটি শ্রেণির ক্লাস রোববার থেকে

- আপডেট সময় ১১:৩৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- / ৩৮ বার পড়া হয়েছে
ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হওয়ার ছয় দিন বাদে সীমিত পরিসরে ক্লাস শুরু করতে যাচ্ছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ।
আগামী রোববার থেকে দিয়াবাড়ি ক্যাম্পাসের চারটি শ্রেণির ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল।
তিনি বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার থেকে আমাদের অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হবে। তবে ফুললি শুরু হতে এক সপ্তাহ লেগে যাবে; কারণ স্কুলের বাচ্চারা তো এখনও ট্রমার মধ্যে আছে। এক্সিডেন্টটা মূলত স্কুলের সেকশনেই হয়েছে।
“তাই আপাতত নাইন, টেন, একাদশ, দ্বাদশ- এদের ক্লাসগুলো শুরু হয়ে যাবে। তারপর আস্তে-আস্তে স্কুলেরগুলো শুরু হবে।”
সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে ২৯ জন নিহত হয়েছে, যাদের বেশির ভাগই শিশু। বর্তমানে জাতীয় বার্ন ইনস্টিটিউট, সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে ৫৭ জন চিকিৎসাধীন রয়েছে।
এখনো কতজন শিক্ষার্থী নিখোঁজ আছে, জানতে চাইলে জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল বেলা সোয়া ১০টায় বলেন, দুপুর নাগাদ প্রতিষ্ঠানের তরফে বিস্তারিত তুলে ধরা হবে।
সাবরিনা জাহান- বিশেষ প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম