১১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
মুলতবি বৈঠক আবার মঙ্গলবার শুরু হবে।

মাইলস্টোনে উড়োজাহাজ বিধ্বস্ত: ঐকমত্য কমিশনের বৈঠক মুলতবি

মিজানুর রহমান খান - বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০৫:৪৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • / ২৮ বার পড়া হয়েছে

 

ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিমান বাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক জানিয়েছে জাতীয় ঐক্যমত কমিশন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ফরেন সার্ভিস একাডেমিতে চলা রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১৬তম দিনের অধিবেশন মূলতবি ঘোষণা করা হয়েছে।

সোমবার দুপুরের বিরতির শেষে বেলা ৩টার পরে কমিশনের পক্ষ থেকে শোক জানানোর পর বৈঠক মুলতবি করা হয়।

মুলতবি বৈঠক মঙ্গলবার থেকে আবার শুরু হবে বলে ঐকমত্য কমিশনের তরফে জানানো হয়।

কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, “আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াচ্ছি।”

তিনি আহতদের পরিবারের প্রতিও সমবেদনা জানান এবং তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

জাতীয় সংহতি ও মানবিকতার জায়গা থেকে সকল রাজনৈতিক দল ও দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানান আলী রীয়াজ, যেন তারা ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়ান।

আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানিয়েছে, বিমান বাহিনীর ‘এফ-৭ বিজিআই’ প্রশিক্ষণ বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।

স্কুলের একটি অ্যাকাডেমিক ভবনের ওপর বিধ্বস্ত হওয়ার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। এতে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে; আহত ও দগ্ধ হয়েছে অর্ধশতাধিক শিক্ষার্থী।

প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, শোক পালনের অংশ হিসেবে মঙ্গলবার দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এ ঘটনায় শোক জানিয়ে ঐকমত্য কমিশনের বৈঠকে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং অংশগ্রহণকারীরা নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী প্রার্থনা করেন।

পরে সোমবারের আলোচনার মূলতবি ঘোষণা করা করা হয়।

 

 

 

মিজানুর রহমান খান – বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

মুলতবি বৈঠক আবার মঙ্গলবার শুরু হবে।

মাইলস্টোনে উড়োজাহাজ বিধ্বস্ত: ঐকমত্য কমিশনের বৈঠক মুলতবি

আপডেট সময় ০৫:৪৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

 

ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিমান বাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক জানিয়েছে জাতীয় ঐক্যমত কমিশন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ফরেন সার্ভিস একাডেমিতে চলা রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১৬তম দিনের অধিবেশন মূলতবি ঘোষণা করা হয়েছে।

সোমবার দুপুরের বিরতির শেষে বেলা ৩টার পরে কমিশনের পক্ষ থেকে শোক জানানোর পর বৈঠক মুলতবি করা হয়।

মুলতবি বৈঠক মঙ্গলবার থেকে আবার শুরু হবে বলে ঐকমত্য কমিশনের তরফে জানানো হয়।

কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, “আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াচ্ছি।”

তিনি আহতদের পরিবারের প্রতিও সমবেদনা জানান এবং তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

জাতীয় সংহতি ও মানবিকতার জায়গা থেকে সকল রাজনৈতিক দল ও দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানান আলী রীয়াজ, যেন তারা ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়ান।

আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানিয়েছে, বিমান বাহিনীর ‘এফ-৭ বিজিআই’ প্রশিক্ষণ বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।

স্কুলের একটি অ্যাকাডেমিক ভবনের ওপর বিধ্বস্ত হওয়ার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। এতে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে; আহত ও দগ্ধ হয়েছে অর্ধশতাধিক শিক্ষার্থী।

প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, শোক পালনের অংশ হিসেবে মঙ্গলবার দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এ ঘটনায় শোক জানিয়ে ঐকমত্য কমিশনের বৈঠকে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং অংশগ্রহণকারীরা নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী প্রার্থনা করেন।

পরে সোমবারের আলোচনার মূলতবি ঘোষণা করা করা হয়।

 

 

 

মিজানুর রহমান খান – বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম