মুলতবি বৈঠক আবার মঙ্গলবার শুরু হবে।
মাইলস্টোনে উড়োজাহাজ বিধ্বস্ত: ঐকমত্য কমিশনের বৈঠক মুলতবি

- আপডেট সময় ০৫:৪৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
- / ২৮ বার পড়া হয়েছে
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিমান বাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক জানিয়েছে জাতীয় ঐক্যমত কমিশন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ফরেন সার্ভিস একাডেমিতে চলা রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১৬তম দিনের অধিবেশন মূলতবি ঘোষণা করা হয়েছে।
সোমবার দুপুরের বিরতির শেষে বেলা ৩টার পরে কমিশনের পক্ষ থেকে শোক জানানোর পর বৈঠক মুলতবি করা হয়।
মুলতবি বৈঠক মঙ্গলবার থেকে আবার শুরু হবে বলে ঐকমত্য কমিশনের তরফে জানানো হয়।
কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, “আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াচ্ছি।”
তিনি আহতদের পরিবারের প্রতিও সমবেদনা জানান এবং তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
জাতীয় সংহতি ও মানবিকতার জায়গা থেকে সকল রাজনৈতিক দল ও দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানান আলী রীয়াজ, যেন তারা ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়ান।
আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানিয়েছে, বিমান বাহিনীর ‘এফ-৭ বিজিআই’ প্রশিক্ষণ বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।
স্কুলের একটি অ্যাকাডেমিক ভবনের ওপর বিধ্বস্ত হওয়ার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। এতে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে; আহত ও দগ্ধ হয়েছে অর্ধশতাধিক শিক্ষার্থী।
প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, শোক পালনের অংশ হিসেবে মঙ্গলবার দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
এ ঘটনায় শোক জানিয়ে ঐকমত্য কমিশনের বৈঠকে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং অংশগ্রহণকারীরা নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী প্রার্থনা করেন।
পরে সোমবারের আলোচনার মূলতবি ঘোষণা করা করা হয়।
প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফতে মজলিশ, নেজামে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দল শোক জানিয়েছে।
ঐকমত্য কমিশনের সঙ্গে এদিনের আলোচনা মূলতবি ঘোষণার পরেই দলগুলোর তরফে শোক জানানো হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “বিমানটি মাইলস্টোন স্কুলের ওপর বিধ্বস্ত হয়েছে, যেখানে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিল। এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, আমরা তাদের শহীদ বলেই মনে করি।”
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, “আমরা নিহতদের জন্য দোয়া করি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।
“সরকারকে আহত ও নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান করব। পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়ার জন্য। ভবিষ্যতে যাতে এ ধরণের দুর্ঘটনা না ঘটে এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি।”
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, “আহতদের সুচিকিৎসা নিশ্চিতে বিশেষ গুরুত্ব দিতে সরকারের প্রতি আহ্বান জানাই। তাদের দ্রুত সুচিকিৎসা প্রদান করা হয়।”
একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।
আবিদ বলেন, “রক্তসহ প্রাথমিক সহায়তা দিতে আমাদের দলের পক্ষ থেকে দুটি তথ্য কেন্দ্র চলমান আছে। ঘনবসতিপূর্ণ এলাকার যুদ্ধবিমানের প্রশিক্ষণ কার্যক্রমের পুনর্বিবেচনা করতে হবে, না হওয়াটাই বাঞ্চনীয়।”
অতীতেও প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কথা তুলে ধরে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন বলেন, “বিমানগুলো পরীক্ষা-নিরীক্ষা করে যেন প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হয়।”
সোমবার ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার সুযোগ এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে আলোচনা চলছিল।
জুলাই সনদ তৈরির জন্য এ মাসের মধ্যে রাষ্ট্র সংস্কারের বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যে পৌঁছাতে আলোচনা চালিয়ে যাচ্ছে কমিশন।
এদিন বৈঠকের সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি আলী রীয়াজ সংস্কার প্রশ্নে জুলাই মাসের মধ্যে ঐকমত্যে পৌঁছানোর জন্য যে আর মাত্র ১০ দিন বাকি আছে, সে কথা মনে করিয়ে দিয়ে দ্রুততম সময়ের মধ্যে সিদ্ধান্ত নিতে রাজনৈতিক দলগুলোকে তাগিদ দিয়েছেন।
তিনি বলেছেন, “যেটা আমাদের বাধ্যবাধকতা বলে মনে করি, সেখানে পৌঁছাতে হলে আজকেসহ আগামী ১০ দিন মধ্যে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। দুয়েকটি বিষয়ে এখনো আলোচনা বাকি আছে। সেজন্য এক-দুইদিন বরাদ্দ করা যাবে। কিন্তু কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ব্যতিরেকে অগ্রসর হওয়া যাবে না।”
মিজানুর রহমান খান – বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম