নিহত দুই শিক্ষক— মাসুকা বেগম ও মাহেরীন চৌধুরীর কবর জিয়ারতও করেন বিএনপি নেতারা।
মাইলস্টোন ট্র্যাজেডি: নিহত বৈমানিকের বাসায় বিএনপি নেতারা

- আপডেট সময় ০৯:১৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
- / ৩১ বার পড়া হয়েছে

বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বৈমানিক তৌকিরের পরিবারের সঙ্গে দেখা করতে শুক্রবার ঢাকা সেনানিবাসে যান বিএনপি নেতারা।
ঢাকায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বৈমানিক তৌকির ইসলামের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি নেতারা।
শুক্রবার বিকালে ঢাকা সেনানিবাসে বিমান বাহিনীর অফিসার্স মেসে গিয়ে তারা তৌকিরের স্বজনদের সঙ্গে দেখা করেন এবং দলের শীর্ষ নেতৃত্বের সহমর্মিতা পৌঁছে দেন।
সেখানে তৌকিরের স্ত্রী আকশা আহম্মেদ নিঝুমসহ তার বাবা-মা ও ভাইরা উপস্থিত ছিলেন।
বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান সাবেক বিমান বাহিনী প্রধান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর।
বিমান বাহিনীর সাবেক প্রধান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল ফখরুল আজম, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল একেএম শামসুল ইসলাম শামস ও অবসরপ্রাপ্ত কর্নেল শামসুজ্জামান খানও সেখানে ছিলেন।
গত সোমবার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসে বিমান বাহিনীর এক যুদ্ধবিমান বিধবস্ত হয়। এতে এখন পর্যন্ত তৌকিরসহ ৩৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বেশির ভাগই মাইলস্টোনের শিক্ষার্থী। হয় নিহত হন তৌকির ইসলামও।
বিএনপি নেতারা এদিন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর মাইলস্টোনের শিক্ষক মাসুকা বেগমের কবর জিয়ারত করেন।
সেখানে বিএনপি নেতাদের মধ্যে যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ উপস্থিত ছিলেন।
কবর জিয়ারতের পর মাসুকা বেগমের পরিবারের সঙ্গে দেখা করে দলের শীর্ষ নেতৃত্বের সমবেদনা পৌঁছে দেন বিএনপির যুগ্ম মহাসচিব।
নিহত আরেক শিক্ষক মাহেরীন চৌধুরীর কবর জিয়ারত করেছেন বিএনপি নেতারা।
এদিন সকাল ১০টায় জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নীলফামারীর জলঢাকার বগুলাগাড়ী গ্রামে মাহেরীন চৌধুরীর কবর জিয়ারত করেন।
পরে মাহেরীন চৌধুরীর পরিবারের সঙ্গে দেখা করে দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমবেদনা পৌঁছে দেন আফরোজা আব্বাস।
বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম