বার্ন ইনস্টিটিউটে এখন ৪২ জনের চিকিৎসা চলার তথ্য দিয়েছেন পরিচালক।
মাইলস্টোন ট্র্যাজেডি: বার্ন ইনস্টিটিউটে ৩ জনের অবস্থা ‘আশঙ্কাজনক’

- আপডেট সময় ১২:৪৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
- / ৩১ বার পড়া হয়েছে

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রোগীদের ব্যাপারে বৃহস্পতিবার রাতে সবশেষ পরিস্থিতি তুলে ধরেন প্রতিষ্ঠানটির পরিচালক নাসির উদ্দীন।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর জঙ্গি বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ‘গুরুতর’ ছয়জনের মধ্যে তিনজনের অবস্থা ‘আশঙ্কাজনক’ বলছেন চিকিৎসকেরা।
প্রতিষ্ঠানটির পরিচালক নাসির উদ্দীন বলেছেন, “গতকালকে (বুধবার) আমরা যে আটজন ক্রিটিক্যাল পেশেন্টের তালিকা দিয়েছিলাম সেখান থেকে দুজনের মৃত্যু ঘটেছে। বাকি ছয়জনের মধ্যে তিনজনের অবস্থা অপরিবর্তিত আছে। আর তিনজনের কিছুটা উন্নতি হয়েছে।
“তাদের ব্যাপারে আমরা এক্সটেন্সিভলি কী চিকিৎসা দেওয়া যায়, তা নিয়ে আমরা আলোচনা করছি।”
বার্ন ইনস্টিটিউটে বৃহস্পতিবার রাত ৮টার দিকে সংবাদ সম্মেলনে এসে মাইলস্টোনের ঘটনায় সেখানে ভর্তি রোগীদের ব্যাপারে সবশেষ পরিস্থিতি তুলে ধরেন নাসির উদ্দীন। সেখানে এখন ৪২ জনের চিকিৎসা চলার তথ্য দেন তিনি।
ইনস্টিটিউটে বৃহস্পতিবার দুজনের মৃত্যু হয়েছে, এ নিয়ে সেখানে ১৩ জনের মৃত্যু হল। আর বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।
আহতদের চিকিৎসায় বিদেশ থেকে চিকিৎসক দল আসার ব্যাপারে ইনস্টিটিউটের পরিচালক বলেন, “ভারত থেকে প্রতিনিধি দল এসেছে। চীন থেকে এখন পর্যন্ত প্রতিনিধি দল এসে পৌঁছায় নাই। তবে তাদের সঙ্গে কিন্তু আজকে আমরা রোগীদের সামারিগুলো নিয়ে কথা বলেছি। আমরা যতটুকু ইনফরমেশন পেয়েছি যে চীন থেকে আজকে (বৃহস্পতবিার) রাতে পাঁচজনের একটা বিশেষজ্ঞ দল আসার কথা। কিন্তু তারা এখনও পৌঁছায়নি।
“সিঙ্গাপুরের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা এখনো আসেনি। আমরা ইতোমধ্যে সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে চিকিৎসার জন্য সহযোগিতার আশ্বাস পেয়েছি। অনেক মানুষ ইভেন আমাদের বাংলাদেশের যারা স্পেশালিস্ট আছে। আমেরিকা, ইউকেতে আছে; তারাও আমাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়েছে এবং এই ক্ষেত্রে একটা জিনিসই আমি বলব যে আমাদের এই বাচ্চাদের সুস্থ করবার জন্য, তাদের একটু ভালো চিকিৎসার জন্য যেকোনো সহযোগিতাকে আমরা যেটা বলে থাকি ‘ডক্টরস উইদাউট বর্ডার’…। ডক্টরদের জন্য কিন্তু সারা পৃথিবী উন্মুক্ত। তারা যেকোনো দেশের যেকোনো জায়গা থেকে আসতে পারে। তাদের কাছ থেকে আমরা সুপরামর্শ নিচ্ছি।”
বার্ন ইনস্টিটিউটের পরিচালক বলেন, “আমাদের কোনো রক্তের প্রয়োজন নাই। আমাদের স্কিন ডোনেশনের কথা যেটা আসছে সেটাও কিন্তু আমরা এই মুহূর্তে নিচ্ছি না। আমাদের পর্যাপ্ত পরিমাণে স্কিন আমাদের ব্যাংকে আছে। আমরা সেখান থেকে ব্যবহার করতে পারব। আর অনেকেই আমাদের কাছে বিকাশ, নগদ ইত্যাদিতে টাকা-পয়সা পাঠাতে চাচ্ছে। এগুলোরও কোনো প্রয়োজন নেই।
“কারণ আমাদের সমস্ত এই বাচ্চাদের জন্য সমস্ত খরচ যা যা লাগবে, আমাদের ইকুইপমেন্ট এভরিথিং সরকার থেকে সমস্ত কিছু সরবরাহ করা হচ্ছে। এগুলোর কোনো কিছুরই আমাদের অভাব নেই।”
সোমবার উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আছড়ে পড়ে বিমান বাহিনীর জঙ্গি বিমান। বিধ্বস্তের পরই আগুন ধরে যাওয়ায় দগ্ধ হয়ে এখন পর্যন্ত ৩০ জনের প্রাণ গেছে, যাদের বেশিরভাগই শিশু।
ওই ঘটনায় বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগী ও মৃত্যুর সবশেষ চিত্র ফেইসবুকে তুলে ধরেছে প্রধান উপদেষ্টার দপ্তর।
‘টেলিফোন বার্তায় পাওয়া’ তথ্যের বরাতে প্রধান উপদেষ্টার দপ্তর বলেছে, বার্ন ইনস্টিটিউটে এখন ভর্তি রয়েছেন ৪২ জন; প্রতিষ্ঠানটিতে মারা গেছেন ১৩ জন।
সম্মিলিত সামরিক হাসপাতালে (ঢাকা) আটজনের চিকিৎসা চলছে, সেখানে মৃত্যু হয়েছে ১৫ জনের।
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন একজন; সেখানে কেউ মারা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখন কেউ চিকিৎসাধীন নেই; সেখানে একজনের মৃত্যু হয়েছে।
লুবনা জেনারেল হাসপাতালে এখন কেউ চিকিৎসাধীন নেই; সেখানে অজ্ঞাত একজনের মৃত্যু হয়েছে।
ইউনাইটেড হাসপাতালে এখন কেউ চিকিৎসাধীন নেই; দগ্ধ একজন সেখানে মারা গেছে।
মাইলস্টোনের ঘটনায় সবমিলিয়ে ছয়টি হাসপাতালে বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত ৫১ জনের চিকিৎসা চলার পাশাপাশি ৩১ জনের মৃত্যুর তথ্য দিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।
সাবরিনা জাহান- বিশেষ প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম