০৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
নিঝুম আহমেদ - জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

মাইলস্টোন ট্র্যাজেডি: ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকরা ঢাকায়

নিঝুম আহমেদ - জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ১১:৪৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • / ৪ বার পড়া হয়েছে

ঢাকার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হচ্ছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। ছবি: আব্দুল্লাহ আল মমীন

 

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসা সহায়তা দিতে ঢাকায় পৌঁছেছে ভারতীয় বিশেষজ্ঞদের একটি দল।

বুধবার ভারতীয় হাই কমিশনের বার্তায় এ তথ্য জানিয়ে বলা হয়, এ দলে যেসব চিকিৎসক ও নার্স রয়েছেন, তারা বার্ন ও প্লাস্টিক সার্জারিতে ভারতের দুই শীর্ষ চিকিৎসাকেন্দ্র— দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও সাফদারজং হাসপাতালে কাজ করেন।

এর আগে মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “দগ্ধদের সেবা দিতে প্রয়োজনীয় রসদ নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের একটি দল শিগগিরই ঢাকা যাবে।

“তারা রোগীদের অবস্থা পর্যালোচনা করবেন এবং প্রয়োজন মনে করলে পরবর্তী চিকিৎসা কিংবা বিশেষায়িত সেবার জন্য ভারতে নেওয়ার পরামর্শ দেবেন।”

চিকিৎসকদল সুপারিশ করলে প্রয়োজনে আরো লোকবল ঢাকায় পাঠানো হবে বলেও সেদিনের বিজ্ঞপ্তিতে বলে নয়াদিল্লি।

আর বিমান বিধ্বস্তের পর সোমবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স পোস্টে শোক প্রকাশ করে বার্তা দেন।

মোদী বলেন, “ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত ও দুঃখবোধ করছি, যেখানে নিহতের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী।

“পরিবারগুলোর জন্য আমাদের হৃদয় শোকাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। বাংলাদেশের প্রতি ভারত সংহতি প্রকাশ করছে এবং সম্ভাব্য সব সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।”

 

 

নিঝুম আহমেদ – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

নিঝুম আহমেদ - জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

মাইলস্টোন ট্র্যাজেডি: ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকরা ঢাকায়

আপডেট সময় ১১:৪৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

 

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসা সহায়তা দিতে ঢাকায় পৌঁছেছে ভারতীয় বিশেষজ্ঞদের একটি দল।

বুধবার ভারতীয় হাই কমিশনের বার্তায় এ তথ্য জানিয়ে বলা হয়, এ দলে যেসব চিকিৎসক ও নার্স রয়েছেন, তারা বার্ন ও প্লাস্টিক সার্জারিতে ভারতের দুই শীর্ষ চিকিৎসাকেন্দ্র— দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও সাফদারজং হাসপাতালে কাজ করেন।

এর আগে মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “দগ্ধদের সেবা দিতে প্রয়োজনীয় রসদ নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের একটি দল শিগগিরই ঢাকা যাবে।

“তারা রোগীদের অবস্থা পর্যালোচনা করবেন এবং প্রয়োজন মনে করলে পরবর্তী চিকিৎসা কিংবা বিশেষায়িত সেবার জন্য ভারতে নেওয়ার পরামর্শ দেবেন।”

চিকিৎসকদল সুপারিশ করলে প্রয়োজনে আরো লোকবল ঢাকায় পাঠানো হবে বলেও সেদিনের বিজ্ঞপ্তিতে বলে নয়াদিল্লি।

আর বিমান বিধ্বস্তের পর সোমবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স পোস্টে শোক প্রকাশ করে বার্তা দেন।

মোদী বলেন, “ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত ও দুঃখবোধ করছি, যেখানে নিহতের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী।

“পরিবারগুলোর জন্য আমাদের হৃদয় শোকাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। বাংলাদেশের প্রতি ভারত সংহতি প্রকাশ করছে এবং সম্ভাব্য সব সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।”

 

 

নিঝুম আহমেদ – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম