মার্টিনেজের সেই উদযাপন ফিরল আর্জেন্টিনায়
- আপডেট সময় ০৮:৪৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
- / ১২৭ বার পড়া হয়েছে
ঘরের মাঠে ফিরেছে ফুটবল বিশ্বমঞ্চের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর তাই আনন্দের কমতি নেই লে আলবিসেলেস্তে সমর্থকদের। কাতার বিশ্বকাপের পর এবারই প্রথমবারের মতো মাঠে নেমেছে কোচ লিওনেল স্ক্যালোনির শিষ্যরা।
‘তিন তারকাখচিত’ জার্সি পরে পানামার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নেমেই ২-০ ব্যবধানে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। শুক্রবার বুয়েনস এইরেসের এল মনুমেন্তালে ফিফা প্রীতি ম্যাচে উন্মাদনায় মাতেন আর্জেন্টাইন সমর্থকেরা। এদিন দলের প্রায় প্রতিটি বিষয়-মুহূর্ত নানানভাবে স্মরণ করা হয়। এ সময় বাদ পড়েনি বিশ্বমঞ্চে আর্জেন্টিনার গোলকিপার মার্টিনেজের সমালোচিত সেই উদযাপনও।
কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর গোল্ডেন গ্লাভসও জিতে নেন আর্জেন্টাইন গোলকিপার। মঞ্চে পুরস্কারটি নেওয়ার সময় তা ঠিক কোমরের সামনের অংশ নিয়ে উদযাপন করেন তিনি, যদিও তা অনেক ফুটবল সমর্থকের কাছে ভালো লাগেনি। এজন্য শ্লীলতার সীমা ছাড়িয়ে যাওয়া উদযাপন নিয়ে সমলোচকদের অনেক দুয়োধ্বনি শুনেন বিশ্বসেরা এই গোলকিপার।
যদিও বিষয়টি পরে গণমাধ্যমে খোলাসা করেন আর্জেন্টাইন এই গোলরক্ষক। দাবি করেন, আর এমনটা হবে না। তবে মার্টিনেজের সেই কথা এখন আর বজায় থাকলো না। পানামার বিপক্ষে জয়ের পর সেই বিতর্তিত উদযাপনে মাতে পুরো আর্জেন্টিনা দল। মার্টিনেজের সঙ্গে যোগ দেন মার্কোস আকুনা, গিদো রদ্রিগেজ, এরমান পেৎসেলা এবং জেরোনিমো রুলি। তারা পাঁচজনই বিশ্বমঞ্চের রেপ্লিকা ট্রফি কোমরের সামনের অংশে উঁচিয়ে বিতর্তিক সেই উদযাপনে মেতেছিলেন।
দর্শক গ্যালারিতে থাকা সমর্থকরাও তা উপভোগ করেন। আর আর্জেন্টাইনদের এই উদযাপন সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তবে মার্টিনেজ দাবি করেন, কাউকে ছোট করার জন্য এটি করা হয়নি, সমর্থকদের আহ্বানে এটি আবার করা হয়েছে।