‘এই ধরনের চুক্তি দেখতে কেউ প্রস্তুত নয়’, বলছেন সৌদি আরবের ক্লাব আল নাস্রে পাড়ি জমানো স্প্যানিশ ডিফেন্ডার।
মার্তিনেসের বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্তে অবাক হয়েছিলেন ফ্লিক

- আপডেট সময় ১২:৫৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
- / ৩৪ বার পড়া হয়েছে
হুট করে বার্সেলোনা ছাড়ার ব্যাখ্যা দিয়েছেন ইনিগো মার্তিনেস। তার চলে যাওয়ার কথা শোনার পর বিস্মিত হয়েছিলেন কাতালান দলটির কোচ হান্সি ফ্লিক। সৌদি আরবের ক্লাব আল নাস্রে পাড়ি জমানো স্প্যানিশ ডিফেন্ডার বলছেন, এই সিদ্ধান্তের জন্য উপযুক্ত সময় ছিল এটিই।
বার্সেলোনা ছেড়ে গত শনিবার ক্রিস্তিয়ানো রোনালদোর দল আল নাস্রে যোগ দেন মার্তিনেস। স্প্যানিশ দলটিতে তার চুক্তির মেয়াদ বাকি ছিল এক বছর। এভাবে তার চলে যাওয়া তাই খানিকটা বিস্ময়করই। গত মৌসুমে বার্সেলোনার নিয়মিত ফুটবলারদের একজন ছিলেন তিনি। সেন্ট্রাল ডিফেন্সে পাউ কুবার্সির সঙ্গে তার জমাট জুটির বড় ভূমিকা ছিল ক্লাবের লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জয়ে।
স্প্যানিশ এক রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে ৩৪ বছর বয়সী সেন্টার-ব্যাক বললেন, প্রাক-মৌসুম প্রস্তুতির এশিয়া সফর থেকে ফিরে ক্লাব ছাড়ার সিদ্ধান্তের কথা বার্সেলোনা কোচকে জানান তিনি।
“সফর থেকে ফেরার পর আমি ফ্লিকের সঙ্গে কথা বলেছিলাম… যখন আমি বার্সেলোনায় ফিরে আসি, তার সঙ্গে সৎ ছিলাম। কারণ, আমি জানতাম, আমাকে পুরোপুরি বুঝতে পারবেন তিনি, কারণ আমার চুক্তির এক বছর বাকি ছিল এবং আমার বয়স ৩৪ বছর।”
“এটা তাকে অবাক করে দিয়েছিল, তবে একটু পর থেকে পুরোপুরি বুঝতে পেরেছিলেন তিনি। সুন্দর আলোচনা ছিল এবং আমি খুব ব্যথিত ছিলাম, একে অপরের প্রশংসা ছিল। এমন নয় যে, উত্তপ্ত পরিস্থিতি ছিল, বরং অনেক বেশি আবেগঘন ছিল।”
গত মৌসুমেও মার্তিনেসকে পেতে উঠেপড়ে লেগেছিল আল নাস্র। তার জন্য আকর্ষণীয় অঙ্কের প্রস্তাবের খবর জানিয়েছিল ইএসপিএন। সেবার তাকে বার্সেলোনায় থেকে যেতে রাজি করিয়েছিলেন ক্লাবের ক্রীড়া পরিচালক ডেকো। এবার তিনি সাড়া দিলেন সৌদি ক্লাবটির ডাকে।
এই ধরনের সুযোগ জীবনে খুব কমই আসে বলে মনে করেন বার্সেলোনার হয়ে ৭১ ম্যাচ খেলা মার্তিনেস।
“এটা অনেককেই অবাক করে দিয়েছিল। আমি সমর্থকদের সঙ্গে ভালো ব্যবহার করেছি, রোমাঞ্চকর মুহূর্ত তৈরি করেছি। কিন্তু ফুটবলের এই দিনগুলোতে একদিন থেকে আরেক দিন সবকিছু বদলে যায়। অর্থের কথা বললে, এই লিগকে অন্য কোনো লিগের সঙ্গে তুলনা করতে পারবেন না।”
“আমার ক্যারিয়ার এবং আমি যা অর্জন করেছি, তা দেখে এই পদক্ষেপ নেওয়ার জন্য উপযুক্ত সময় ছিল এটা। এই সুযোগগুলো কেবল একবার আসে, যদি কখনও আসে, না বলা কঠিন। এই ধরনের চুক্তি দেখতে কেউ প্রস্তুত নয়; যখন প্রস্তাব পাবেন, বিশ্বাসও করতে চাইবেন না।”
স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম