০৪:১৭ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
প্রতিশ্রুত সংস্কার বাস্তবায়ন করতে না পারার অভিযোগ ও জীবযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে গণ-অসন্তোষের মধ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী আনোয়ারের পদত্যাগের দাবিতে বিশাল সমাবেশ

মিজানুর রহমান খান - বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০৯:২৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • / ৩৩ বার পড়া হয়েছে

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহথির মোহাম্মদ সমাবেশে ভাষণ দেন। ছবি: রয়টার্স

 

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবিতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শনিবার আয়োজিত এক সমাবেশে হাজার হাজার মানুষ যোগ দিয়েছেন।

প্রতিশ্রুত সংস্কার বাস্তবায়ন করতে না পারার অভিযোগ ও জীবযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে গণ-অসন্তোষের মধ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রয়টার্স জানিয়েছে, সমাবেশে যোগ দেওয়া প্রতিবাদকারীদের অধিকাংশই কালো টি-শার্ট ও ‘আনোয়ার পদত্যাগ কর’ লেখা রুমাল কপালে বেঁধে সমাবেশে যোগ দেন। কুয়ালালামপুরের স্বাধীনতা স্কয়ারে অনুষ্ঠিত এ সমাবেশে শীর্ষ বিরোধীদলীয় নেতারা ভাষণ দেন। সমাবেশ শুরু হওয়ার আগে প্রতিবাদকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে রাজধানীর কেন্দ্রস্থলের সড়কগুলো প্রদক্ষিণ করে।

পুলিশের হিসাব অনুযায়ী, এ সমাবেশ অন্তত ১৮ হাজার মানুষ যোগ দিয়েছেন।

২০২২ সালের নভেম্বরে ক্ষমতা গ্রহণের আগে আনোয়ার একটি সংস্কারবাদী প্ল্যাটফর্ম থেকে প্রচারণা চালিয়েছিলেন। কিন্তু সরকারের রাজস্ব বৃদ্ধি নিয়ে গৃহীত পদক্ষেপগুলির জন্য সমালোচনার মুখে পড়েছেন। তিনি বিক্রয় ও সেবা করের আওতা বৃদ্ধি করেছেন এবং ভর্তুকি সমন্বয় করেছেন। এতে ভোক্ত মূল্য বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কিছু মানুষ।

 

পুলিশের হিসাব অনুযায়ী, এ সমাবেশ অন্তত ১৮ হাজার মানুষ যোগ দিয়েছেন। ছবি: রয়টার্স

পুলিশের হিসাব অনুযায়ী, এ সমাবেশ অন্তত ১৮ হাজার মানুষ যোগ দিয়েছেন। ছবি: রয়টার্স

ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বেগ সামাল দেওয়ার চেষ্টায় চলতি সপ্তাহে আনোয়ার নগদ অর্থ বিতরণ, দরিদ্র পরিবারগুলোর জন্য বর্ধিত সাহায্য ও জ্বালানির দাম কমানোর প্রতিশ্রুতি ঘোষণা করেছেন।

আনোয়ারের বিরুদ্ধে বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগ উঠেছে ও দুর্নীতিবিরোধী প্রচেষ্টার বিষয়ে তার প্রতিশ্রুতি পালনে আন্তরিকতার বিষয়ে সন্দেহ দেখা দিয়েছে। আনোয়ার বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগ ক্রমাগত প্রত্যাখ্যান করে আসছেন।

 

সূত্র :  বার্তাসংস্থা রয়টার্স / বিবিসি 

 

বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

প্রতিশ্রুত সংস্কার বাস্তবায়ন করতে না পারার অভিযোগ ও জীবযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে গণ-অসন্তোষের মধ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী আনোয়ারের পদত্যাগের দাবিতে বিশাল সমাবেশ

আপডেট সময় ০৯:২৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

 

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবিতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শনিবার আয়োজিত এক সমাবেশে হাজার হাজার মানুষ যোগ দিয়েছেন।

প্রতিশ্রুত সংস্কার বাস্তবায়ন করতে না পারার অভিযোগ ও জীবযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে গণ-অসন্তোষের মধ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রয়টার্স জানিয়েছে, সমাবেশে যোগ দেওয়া প্রতিবাদকারীদের অধিকাংশই কালো টি-শার্ট ও ‘আনোয়ার পদত্যাগ কর’ লেখা রুমাল কপালে বেঁধে সমাবেশে যোগ দেন। কুয়ালালামপুরের স্বাধীনতা স্কয়ারে অনুষ্ঠিত এ সমাবেশে শীর্ষ বিরোধীদলীয় নেতারা ভাষণ দেন। সমাবেশ শুরু হওয়ার আগে প্রতিবাদকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে রাজধানীর কেন্দ্রস্থলের সড়কগুলো প্রদক্ষিণ করে।

পুলিশের হিসাব অনুযায়ী, এ সমাবেশ অন্তত ১৮ হাজার মানুষ যোগ দিয়েছেন।

২০২২ সালের নভেম্বরে ক্ষমতা গ্রহণের আগে আনোয়ার একটি সংস্কারবাদী প্ল্যাটফর্ম থেকে প্রচারণা চালিয়েছিলেন। কিন্তু সরকারের রাজস্ব বৃদ্ধি নিয়ে গৃহীত পদক্ষেপগুলির জন্য সমালোচনার মুখে পড়েছেন। তিনি বিক্রয় ও সেবা করের আওতা বৃদ্ধি করেছেন এবং ভর্তুকি সমন্বয় করেছেন। এতে ভোক্ত মূল্য বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কিছু মানুষ।

 

পুলিশের হিসাব অনুযায়ী, এ সমাবেশ অন্তত ১৮ হাজার মানুষ যোগ দিয়েছেন। ছবি: রয়টার্স

পুলিশের হিসাব অনুযায়ী, এ সমাবেশ অন্তত ১৮ হাজার মানুষ যোগ দিয়েছেন। ছবি: রয়টার্স

ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বেগ সামাল দেওয়ার চেষ্টায় চলতি সপ্তাহে আনোয়ার নগদ অর্থ বিতরণ, দরিদ্র পরিবারগুলোর জন্য বর্ধিত সাহায্য ও জ্বালানির দাম কমানোর প্রতিশ্রুতি ঘোষণা করেছেন।

আনোয়ারের বিরুদ্ধে বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগ উঠেছে ও দুর্নীতিবিরোধী প্রচেষ্টার বিষয়ে তার প্রতিশ্রুতি পালনে আন্তরিকতার বিষয়ে সন্দেহ দেখা দিয়েছে। আনোয়ার বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগ ক্রমাগত প্রত্যাখ্যান করে আসছেন।

 

সূত্র :  বার্তাসংস্থা রয়টার্স / বিবিসি 

 

বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম