০৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
বৃহস্পতিবার থেকে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে সিনেমাটি।

মুক্তির মাস না পেরুতেই রজনীকান্তের ‘কুলি’ আসছে ওটিটিতে

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ১২:০৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • / ২১ বার পড়া হয়েছে

'কুলি' সিনেমার পোস্টার।

 

ভারতের দক্ষিণের মহাতারকা রজনীকান্তের সর্বশেষ সিনেমা ‘কুলি’ এবার আসছে ওটিটিতে।

গেল ১৪ অগাস্টে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। দক্ষিণের মহাতারকার সিনেমাটি মুক্তির তিন সপ্তাহের মাথায় বিশ্বব্যাপী প্রায় ৫১০ কোটি রুপি আয় করে আলোচনায় আসে।

মাস না পেরুতেই বৃহস্পতিবার ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে ‘কুলি দেখা যাবে। সান পিকচার্স প্রযোজিত এই সিনেমাটি তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালম ভাষায় মুক্তি পাবে। তবে ওটিটিতে হিন্দি ভার্সন থাকছে না।

প্রাইম ভিডিও এক্সে জানিয়েছে, “দেবা, সাইমন ও দাহার কাহিনী দেখার জন্য প্রস্তুত হন।”

মুক্তির তারিখ ঘোষণার সঙ্গে প্রকাশ করা হয় রজনীকান্তের একটি পোস্টার।

 

 

সেই ঘোষণা আসার পর এত দ্রুত ওটিটিতে সিনেমাটি মুক্তি ঘিরে সোশাল মিডিয়ায় তৈরি হয়েছে মিশ্র আলোচনা।

বিস্ময় প্রকাশ করে একজন লিখেছেন, “আমি তো জানতাম, সিনেমা মুক্তির পর ওটিটিতে আসতে অন্তত ৮ সপ্তাহ সময় লাগে। তাহলে এত দ্রুত কীভাবে আসছে?”

আরেকজনের প্রশ্ন, “এত দ্রুত ওটিটিতে আসার মানে কি সিনেমাটি প্রত্যাশা পূরণ করতে পারেনি?”

তবে চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, প্রেক্ষাগৃহে চলার পাশাপাশি দ্রুত ওটিটিতে মুক্তি এখন অনেক বড় প্রজেক্টের ক্ষেত্রেই কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে।

সোনা চোরাচালানের গল্পকে কেন্দ্র করে এগিয়েছে কুলি সিনেমার গল্প। যেখানে একজন কুলির অতীত ও বর্তমানের টানাপোড়েন তুলে ধরা হয়েছে। থ্রিলার গল্পের সিনেমাটি অ্যাকশন, স্টাইল আর রাজনীকান্তের উপস্থিতির জন্য প্রশংসিত হয়েছে।

রজনীকান্ত ছাড়া এতে আরও অভিনয় করেছেন নাগার্জুন, শ্রুতি হাসান, সত্যরাজ, সৌভিন সাহির, উপেন্দ্র সহ অনেকে।

রজনীকান্তের সঙ্গে এই সিনেমায় অভিনয় করেছেন বলিউডের আমির খান। ‘কুলি’ দিয়ে প্রায় ত্রিশ বছর পর দুই অভিনেতা পর্দা ভাগাভাগি করছেন।

 

 

 

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

বৃহস্পতিবার থেকে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে সিনেমাটি।

মুক্তির মাস না পেরুতেই রজনীকান্তের ‘কুলি’ আসছে ওটিটিতে

আপডেট সময় ১২:০৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

 

ভারতের দক্ষিণের মহাতারকা রজনীকান্তের সর্বশেষ সিনেমা ‘কুলি’ এবার আসছে ওটিটিতে।

গেল ১৪ অগাস্টে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। দক্ষিণের মহাতারকার সিনেমাটি মুক্তির তিন সপ্তাহের মাথায় বিশ্বব্যাপী প্রায় ৫১০ কোটি রুপি আয় করে আলোচনায় আসে।

মাস না পেরুতেই বৃহস্পতিবার ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে ‘কুলি দেখা যাবে। সান পিকচার্স প্রযোজিত এই সিনেমাটি তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালম ভাষায় মুক্তি পাবে। তবে ওটিটিতে হিন্দি ভার্সন থাকছে না।

প্রাইম ভিডিও এক্সে জানিয়েছে, “দেবা, সাইমন ও দাহার কাহিনী দেখার জন্য প্রস্তুত হন।”

মুক্তির তারিখ ঘোষণার সঙ্গে প্রকাশ করা হয় রজনীকান্তের একটি পোস্টার।

 

 

সেই ঘোষণা আসার পর এত দ্রুত ওটিটিতে সিনেমাটি মুক্তি ঘিরে সোশাল মিডিয়ায় তৈরি হয়েছে মিশ্র আলোচনা।

বিস্ময় প্রকাশ করে একজন লিখেছেন, “আমি তো জানতাম, সিনেমা মুক্তির পর ওটিটিতে আসতে অন্তত ৮ সপ্তাহ সময় লাগে। তাহলে এত দ্রুত কীভাবে আসছে?”

আরেকজনের প্রশ্ন, “এত দ্রুত ওটিটিতে আসার মানে কি সিনেমাটি প্রত্যাশা পূরণ করতে পারেনি?”

তবে চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, প্রেক্ষাগৃহে চলার পাশাপাশি দ্রুত ওটিটিতে মুক্তি এখন অনেক বড় প্রজেক্টের ক্ষেত্রেই কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে।

সোনা চোরাচালানের গল্পকে কেন্দ্র করে এগিয়েছে কুলি সিনেমার গল্প। যেখানে একজন কুলির অতীত ও বর্তমানের টানাপোড়েন তুলে ধরা হয়েছে। থ্রিলার গল্পের সিনেমাটি অ্যাকশন, স্টাইল আর রাজনীকান্তের উপস্থিতির জন্য প্রশংসিত হয়েছে।

রজনীকান্ত ছাড়া এতে আরও অভিনয় করেছেন নাগার্জুন, শ্রুতি হাসান, সত্যরাজ, সৌভিন সাহির, উপেন্দ্র সহ অনেকে।

রজনীকান্তের সঙ্গে এই সিনেমায় অভিনয় করেছেন বলিউডের আমির খান। ‘কুলি’ দিয়ে প্রায় ত্রিশ বছর পর দুই অভিনেতা পর্দা ভাগাভাগি করছেন।

 

 

 

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম