১২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
২০২৩ সালে সিনেমা হলে মুক্তি পায় ‘মেঘের কপাট’।

‘মেঘের কপাট’ সিনেমা ওটিটিতে

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০২:২৬:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • / ৩০ বার পড়া হয়েছে

মেঘের কপাট’ সিনেমার পোস্টার। ছবি: টফি অ্যাপস থেকে নেওয়া।

 

দুই বছর আগে মুক্তি পাওয়া ত্রিভুজ প্রেমের গল্পের সিনেমা ‘মেঘের কপাট’ দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে।

টফিতে বিনামূল্যে ‘মেঘের কপাট’ দেখতে পাচ্ছেন দর্শকরা।

আফরোজা মোমেনের গল্পে চিত্রনাট্য, গীত রচনার পাশাপাশি সিনেমাটি পরিচালনা করেছেন ওয়ালিদ আহমেদ।

এতে অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, সিন্ডি রোলিং, সাবরিনা তন্বী, আফরোজা মোমেন, রেজাউর রহমান রিজভী, রেহানা পারভীন হাসি, জামান সাইফ, রাজু আহসানসহ আরও অনেকে।

 

‘মেঘের কপাট’ সিনেমার দৃশ্য। ‘মেঘের কপাট’ সিনেমার দৃশ্য।

 

সিনেমার চিত্রনাট্য নিয়ে পরিচালক ওয়ালিদ আহমেদের ভাষ্য, “যারা সাহিত্য অল্পবিস্তর ভালোবাসেন তাদের সকলের কাছেই ‘মেঘের কপাট’ চলচ্চিত্রটি আলাদা ভালো লাগা তৈরি করবে। বিশেষত এটি এই সময়ের গল্প হওয়ায় দর্শকরা চলচ্চিত্রটির সঙ্গে সহজেই নিজেদের ভাবনার সংযোগ করতে পারবেন।”

ওয়ালিদ আহমেদ বলেছেন, ‘মেঘের কপাট’ চলচ্চিত্রের অন্যতম বড় বিশেষত্ব হলো এর গানগুলো।

“আমি বিশ্বাস করি, চলচ্চিত্রটির প্রতিটি গানই দর্শকদের মন ছুঁয়ে যাবে।”

সিনেমাটির দৃশ্যধারণ করা হয়েছে শ্রীমঙ্গলে। সিনেমাটির ৫টি গানে কন্ঠ দিয়েছেন জাভেদ আলী, অর্ঘ্য, রূপঙ্কর, আফরোজা মোমেন, দিলরুবা কামাল ও অনিন্দ্য চ্যাটার্জী।

সঙ্গীত পরিচালনা করেছেন নাসিফ অনী, রূপঙ্কর, ওয়ালিদ আহমেদ ও অভিষেক সাহা।

২০২৩ সালের ৩ নভেম্বর সিনেমা হলে মুক্তি পায় ‘মেঘের কপাট’। এটি যৌথভাবে প্রযোজনা করেছেন ওয়ালিদ আহমেদ ও আফরোজা মোমেন।

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

২০২৩ সালে সিনেমা হলে মুক্তি পায় ‘মেঘের কপাট’।

‘মেঘের কপাট’ সিনেমা ওটিটিতে

আপডেট সময় ০২:২৬:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫

 

দুই বছর আগে মুক্তি পাওয়া ত্রিভুজ প্রেমের গল্পের সিনেমা ‘মেঘের কপাট’ দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে।

টফিতে বিনামূল্যে ‘মেঘের কপাট’ দেখতে পাচ্ছেন দর্শকরা।

আফরোজা মোমেনের গল্পে চিত্রনাট্য, গীত রচনার পাশাপাশি সিনেমাটি পরিচালনা করেছেন ওয়ালিদ আহমেদ।

এতে অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, সিন্ডি রোলিং, সাবরিনা তন্বী, আফরোজা মোমেন, রেজাউর রহমান রিজভী, রেহানা পারভীন হাসি, জামান সাইফ, রাজু আহসানসহ আরও অনেকে।

 

‘মেঘের কপাট’ সিনেমার দৃশ্য। ‘মেঘের কপাট’ সিনেমার দৃশ্য।

 

সিনেমার চিত্রনাট্য নিয়ে পরিচালক ওয়ালিদ আহমেদের ভাষ্য, “যারা সাহিত্য অল্পবিস্তর ভালোবাসেন তাদের সকলের কাছেই ‘মেঘের কপাট’ চলচ্চিত্রটি আলাদা ভালো লাগা তৈরি করবে। বিশেষত এটি এই সময়ের গল্প হওয়ায় দর্শকরা চলচ্চিত্রটির সঙ্গে সহজেই নিজেদের ভাবনার সংযোগ করতে পারবেন।”

ওয়ালিদ আহমেদ বলেছেন, ‘মেঘের কপাট’ চলচ্চিত্রের অন্যতম বড় বিশেষত্ব হলো এর গানগুলো।

“আমি বিশ্বাস করি, চলচ্চিত্রটির প্রতিটি গানই দর্শকদের মন ছুঁয়ে যাবে।”

সিনেমাটির দৃশ্যধারণ করা হয়েছে শ্রীমঙ্গলে। সিনেমাটির ৫টি গানে কন্ঠ দিয়েছেন জাভেদ আলী, অর্ঘ্য, রূপঙ্কর, আফরোজা মোমেন, দিলরুবা কামাল ও অনিন্দ্য চ্যাটার্জী।

সঙ্গীত পরিচালনা করেছেন নাসিফ অনী, রূপঙ্কর, ওয়ালিদ আহমেদ ও অভিষেক সাহা।

২০২৩ সালের ৩ নভেম্বর সিনেমা হলে মুক্তি পায় ‘মেঘের কপাট’। এটি যৌথভাবে প্রযোজনা করেছেন ওয়ালিদ আহমেদ ও আফরোজা মোমেন।

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম