তবে এখনই এই সম্ভাবনা দেখেন না ইতালিয়ান ক্লাব কোমোর কোচ সেস ফাব্রেগাস।
মেসিকে একদিন কোমোতে পাওয়ার আশায় বন্ধু ফাব্রেগাস

- আপডেট সময় ১১:৩০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
- / ২৬ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে লিওনেল মেসি খুব ভালো আছে বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ বন্ধু সেস ফাব্রেগাস। তবে ভবিষ্যতে আর্জেন্টাইন মহাতারকার অন্য ক্লাবে যোগ দেওয়ার সম্ভাবনা একদমই উড়িয়ে দিচ্ছেন না তিনি। মেসিকে একদিন নিজের ক্লাবে খেলানোর আশায় আছেন কোমোর কোচ।
গত সপ্তাহে লিলের বিপক্ষে কোমোর প্রাক মৌসুমের ম্যাচে গ্যালারিতে দেখা যায় মেসির স্ত্রী আন্তোনেল্লা রোক্কুস্সো ও তার তিন সন্তানকে। তখন থেকেই শুরু হয় নানা জল্পনা-কল্পনা। মায়ামি ছেড়ে ইতালিয়ান ক্লাবটিতে যোগ দেওয়ার কথা ভাবছেন মেসি, এমন আলোচনাও শুরু হয়।
প্রীতি ম্যাচে বুধবার সৌদি আরবের ক্লাব আল আহলির মুখোমুখি হবে কোমো। আগের দিন ফাব্রেগাসকে জিজ্ঞেস করা হয়, আটবারের ব্যালন দ’র জয়ী মেসি ভবিষ্যতে কোমোর হয়ে খেলতে পারেন কিনা।
উত্তরে মেসির সাবেক বার্সেলোনার সতীর্থ ফাব্রেগাস বলেন, “নেভার সে নেভার।”
পরে তিনি খোলাসা করেন মেসির স্ত্রী ও সন্তানদের কোমো গ্যালারিতে থাকার কারণ।
“সে (আন্তোনেল্লা) আমাদের সঙ্গে এক সপ্তাহের ছুটি কাটাতে আমার বাড়িতে ছিল। কারণ লিও (মেসি) সিনসিনাটি এবং নিউ ইয়র্কে খেলার জন্য এক সপ্তাহ বাইরে ছিল। বেড়াতে গিয়ে এবং বন্ধুদের সঙ্গে দেখা করে তারা (মেসির পরিবার) সুযোগটি কাজে লাগিয়েছিল। আমরা খুব ঘনিষ্ঠ বন্ধু, আমাদের স্ত্রীরাও খুব ভালো বন্ধু, আমাদের সন্তানরা একই বয়সী।”
“সে (মেসি) আমেরিকায় খুবই খুশি। তাই আমরা এই বিষয়ে (মেসির দলবদলের ব্যাপারে) শান্ত থাকি।”
চলতি বছরের ডিসেম্বরে মায়ামির সঙ্গে চুক্তি শেষ হবে ৩৮ বছর বয়সী মেসির। মেজর লিগ সকারের ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে চলছে আলোচনা।
কোচিংয়ে মনোযোগ দিতে ২০২৩ সালের জুলাইয়ে খেলোয়াড়ি জীবনের ইতি টেনে দেন ফাব্রেগাস। পরে কোমোর কোচ হিসেবে দায়িত্ব নেন তিনি। তার কোচিংয়ে দশম হয়ে গত সেরি আ মৌসুম শেষ করে ক্লাবটি।
কোমোর সঙ্গে ২০২৮ সালের জুন পর্যন্ত চুক্তি আছে বিশ্বকাপজয়ী সাবেক স্প্যানিশ মিডফিল্ডারের।
স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম