এই মিশরীয় ফরোয়ার্ডকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে, তা এখনও নিশ্চিত নয়।
ম্যানচেস্টার ডার্বিতে মার্মুশকে পাবে না সিটি

- আপডেট সময় ০১:১৯:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / ২৪ বার পড়া হয়েছে
জাতীয় দলের হয়ে ওমার মার্মুশ চোট নিয়ে মাঠ ছাড়ার পরই একরকম নিশ্চিত হয়ে যায়, ক্লাব ফুটবল ফেরার শুরুতে তাকে পাবে না ম্যানচেস্টার সিটি। ইংলিশ ক্লাবটি এবার আনুষ্ঠানিকভাবে সেটাই জানিয়ে বলল, ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে খেলতে পারবেন না মিশরের এই ফরোয়ার্ড।
বিশ্বকাপ বাছাইয়ে মঙ্গলবার বুর্কিনা ফাসোর বিপক্ষে ম্যাচের নবম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন মার্মুশ। ম্যাচের পর মিশরের দলীয় চিকিৎসক মোহামেদ আবু এল-এলা জানান, মার্মুশের হাঁটুর লিগামেন্ট ক্ষতিগ্রস্থ হয়েছে।
বুধবার সকালে কায়রোতে ফিরে এক্স-রে করানো হয় ২৬ বছর বয়সী এই ফুটবলারের। ম্যানচেস্টার সিটি এ দিন বিবৃতি দিয়ে বলেছে, প্রাথমিক স্ক্যানে মার্মুশের চোট যথেষ্ট গুরুতর মনে করা হচ্ছে, তাই ম্যানচেস্টার ডার্বিতে পাওয়া যাবে না তাকে। চোটের অবস্থা আরও মূল্যায়ন ও পুনর্বাসন শুরু করার জন্য এখন তিনি ম্যানচেস্টারে ফিরবেন।
এমনিতেই বেশ কজন ফুটবলারের চোটে অসহায় অবস্থায় থাকা সিটির জন্য এটি বড় এক ধাক্কা। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে সিটির প্রথম তিন ম্যাচে খেলেন মার্মুশ। প্রথম ম্যাচে বদলি হিসেবে মাঠে নামলেও পরের দুটিতে তিনি ছিলেন শুরুর একাদেশ।
মাতেও কোভাচিচ, ইয়োশকো ভার্দিওল, সাবিনিয়োসহ সিটির সাত জন খেলোয়াড় চোটের কারণে বাইরে আছেন আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে থেকে। এছাড়া জন স্টোন্স বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জন্য ইংল্যান্ড জাতীয় দলে যোগ দিলেও পেশির চোটে ছিটকে যান তিনি।
জয় দিয়ে এবারের প্রিমিয়ার লিগ শুরু করলেও পরের দুই ম্যাচে টটেনহ্যাম হটস্পার ও ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে হেরে যায় সিটি। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আগামী রোববার ঘরের মাঠে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে পেপ গুয়ার্দিওলার দল।
স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম