আবীর বলেন, “আমি মনে করি ‘যত কাণ্ড কলকাতাতেই’ নিজ গুণেই সফল হওয়ার মত, আলাদা করে পূজায় মুক্তি না দিলেও হত।”
‘যত কাণ্ড কলকাতাতেই’: নির্মাতা, অভিনেতার দ্বন্দ্ব, চিন্তিত নন নওশাবা

- আপডেট সময় ০৫:৫৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / ২৪ বার পড়া হয়েছে
ঢাকার অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ কলকাতার চলচ্চিত্র জগতে পা রাখতে চলেছেন ‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমা দিয়ে।
এই সিনেমাটি মুক্তি পাচ্ছে আসছে দুর্গাপূজায়। তবে ভিসা জটিলতার কারণে সিনেমার প্রচারে অভিনেত্রীর কলকাতায় যাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তাই প্রচার কাজে কেবলমাত্র সোশাল মিডিয়াকে ব্যবহার করতে পারছেন নওশাবা।
‘যত কাণ্ড কলকাতাতেই’ নওশাবার সহশিল্পী হয়েছেন কলকাতার অভিনেতা আবীর চট্টোপাধ্যায়, প্রচার কাজে পাওয়া যাচ্ছে না তাকেও।
কারণ এই পূজায় মুক্তি পাচ্ছে আবীরের ‘রক্তবীজ ২’ সিনেমাটিও। আর ওই সিনেমার পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে আবীরের চুক্তি ছিল পূজায় তার একাধিক সিনেমা মুক্তি পেলেও, আবীর প্রচারে নামতে পারবেন একমাত্র ‘রক্তবীজ ২’ নিয়ে।
বিষয়টি নিয়ে কলকাতায় সমালোচনা ও বিতর্ক তৈরি হলেও তা নিয়ে উদ্বিগ্ন নন নওশাবা।
২৬ সেপ্টেম্বর মুক্তি পেতে চলা ‘যত কাণ্ড কলকাতাতেই’ পরিচালক অনীক দত্তের একক চেষ্টাতেই সিনেমাটি দর্শকপ্রিয় হবে বলে আশা করছেন এই অভিনেত্রীর।
নওশাবা গ্লিটজকে বলেন, “কলকাতার সব প্রেক্ষাগৃহে দেখা যাবে। আমি চেষ্টা করছি যাওয়ার। ভিসার আবেদন করেছি, এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত পাইনি। প্রচার নিয়ে জটিলতা তৈরি হওয়ার কথা না। অনীকদার সিনেমাটি গত বছর মুক্তি দেওয়ার কথা ছিল। কোনো কারণে সেটি হয়নি বলে এই বছর মুক্তি পাচ্ছে।”
নওশাবার কথায়, “সিনেমার নির্মাতা, প্রযোজক, অভিনেতা সবাই বেশ প্রফেশনাল। যেহেতু একটা প্রোডাকশনের সঙ্গে আরেকটা প্রোডাকশনের ঝামেলা সেটা তাদের সম্পূর্ণই ব্যক্তিগত বিষয়। তবে আমি যদি যেতে পারি চেষ্টা করব প্রোমোশন ঠিকঠাক করে করার।”

আনন্দবাজার লিখেছে, ‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমার প্রযোজক ফেরদৌসুল হাসান ও পরিচালক অনীক, সিনেমার প্রচারণায় আবীরের অংশ না নেওয়ায় কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন।
সেই অসন্তোষের জবাবে আবীর বলেছেন, “এই বছর যে ‘রক্তবীজ ২’ মুক্তি পাচ্ছে, তা সবার জানা। তাই ওই একই সময়ে কীভাবে আরও একটি সিনেমা মুক্তির সিদ্ধান্ত অন্য সিনেমার প্রযোজকেরা ভাবলেন তা সত্যিই জানা নাই। প্রযোজকের সঙ্গে বৈঠকেও প্রসঙ্গটা এসেছিল।”
আবীর জানিয়েছেন, একজন অভিনেতা সিদ্ধান্ত নিতে পারেন না, সিনেমা কখন মুক্তি পাবে।
“প্রযোজকের সিদ্ধান্ত নিয়ে অভিনেতা হিসেবে আমার কিছু বলার থাকতে পারে না। তবে তিনি (প্রযোজক) সবটা জেনেশুনে সিদ্ধান্ত নিয়েছেন। সিনেমার ডাবিংয়ের সময়েও বলেছিলাম, এবারে রপুজায় ‘রক্তবীজ ২’ মুক্তি পাচ্ছে। একই সময়ে এই সিনেমা মুক্তি পেলে সমস্যা তৈরি হতে পারে।”
দুইটি সিনেমার প্রচার একসঙ্গে করবেন কীভাবে প্রশ্নে আবীর বলেন, “আমি মনে করি ‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমাটি নিজ গুণেই সফল হওয়ার মত। আলাদা করে পূজায় মুক্তি না দিলেও হত। আমি বলে দিয়েছিলাম, ‘প্রচারে থাকতে পারব না’। হাসানদা বলেছিলেন, ‘দেখছি’।”
সিনেমায় নওশাবাকে দেখা যাবে বাংলাদেশি এক মেয়ের চরিত্রে। যিনি নিজের শিকড়ের সন্ধানে কলকাতায় যান।
নিজের চরিত্র নিয়ে অভিনেত্রী বলেন, “ভারতে গিয়ে এই চরিত্রটি একসময় এক ধাঁধায় জড়িয়ে পড়ে। শিকড়ের সন্ধানে যাওয়া এই নারীর গল্পের মধ্যেই গল্প এগিয়ে যায়।”
সিনেমায় কিংবদন্তি নির্মাতা লেখক সত্যজিৎ রায়ের কালজয়ী চরিত্র গোয়েন্দা চরিত্র ফেলুদার ছায়া আছে বলে জানিয়েছেন নওশাবা।
“সিনেমার দুই মূল চরিত্রই ফেলুদাভক্ত। সেই সূত্র ধরে তাদের পরিচয় ও সংযোগ। যদিও এটা গোয়েন্দা গল্প নয়, তবুও প্রতি মুহূর্তে ফেলুদাকে মনে রেখেই আমরা কাজ করেছি। আর সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা জানানো ছিল পুরো ইউনিটের এক ধরনের চেতনা।”
সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী জানিয়ে নওশাবা বলেন, “টালিগঞ্জে আমার প্রথম সিনেমা, ভালো একটা প্রোডাকশন থেকে মুক্তি পাচ্ছে। সিনেমাটি নিয়ে আমার অনেক প্রত্যাশা। আমার মা ও মেয়েও বেশ এক্সসাইটেড।
“আমি কাজ কম করি, কিন্তু চেষ্টা করি অভিনয়ের দিক থেকে ও মানের দিক থেকে যেন কাজটি ভালো হয়। আমার নিজেরও একটা ইচ্ছে যদি হল ভিজিটে যেতে পারতাম, দর্শক কীভাবে নিচ্ছে সেটা সামনে থেকে দেখতে পারতাম। না যেতে পারলে মন খারাপ হবে। তবে সিনেমাটি দর্শকের ভালো লাগবে।”
‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমার যৌথ প্রযোজক প্রবাল হালদার ও ফিরদৌসল হাসান।
সিনেমার সংগীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র।
বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম