তরুণরা অভিবাসী অভিভাবকদের প্রতি আহ্বান জানান, যেন সন্তানদের ওপর নিজের স্বপ্ন চাপিয়ে না দিয়ে তাদের স্বকীয়তাকে গুরুত্ব দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি তরুণদের সাফল্যের কথা উঠে এলো ‘ইয়ুথ ডেভেলপমেন্ট’ সেমিনারে

- আপডেট সময় ০৭:২৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
- / ২৯ বার পড়া হয়েছে

শুক্রবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে -যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা বাংলাদেশি তরুণ প্রজন্মের সাফল্য এবং তাদের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড’ আয়োজিত একটি ‘ইয়ুথ ডেভেলপমেন্ট’ সেমিনার।
যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা বাংলাদেশি তরুণ প্রজন্মের সাফল্য এবং তাদের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড’ আয়োজিত একটি ‘ইয়ুথ ডেভেলপমেন্ট’ সেমিনার।
শুক্রবার ১১ জুলাই নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান বক্তা হিসেবে অংশ নেন মনমাউথ ইউনিভার্সিটির ডিন এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্কুল অব সোশ্যাল ওয়ার্ক-এর ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক গোলাম মাতবর।
‘বিল্ড এ বেটার টুমরো টুগেদার’ শিরোনামের এই অনুষ্ঠানে তিনি যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা নিজের মেয়ে সাবরিনা মাহমুদের পেশাগত সাফল্য তুলে ধরে বলেন, “সন্তানদের স্বাধীনভাবে পথ বেছে নেওয়ার সুযোগ দিলে তারা নিজস্ব প্রতিভা ও শ্রমে সাফল্য অর্জন করতে সক্ষম হয়।”
অনুষ্ঠানে বক্তারা অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানের স্বপ্নকে গুরুত্ব দিয়ে তাদের পছন্দের পথে এগিয়ে যেতে সহযোগিতা করাই হবে দায়িত্বশীল অভিভাবকত্ব।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটের হেড অব চ্যান্সেরি ইসরাত জাহান।
অতিথি বক্তাদের মধ্যে আরও ছিলেন আসালের জাতীয় প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিন, শেখ আল মামুন, ইভান খান, মো. ইসমাইল, জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির প্রেসিডেন্ট ফখরুল ইসলাম দেলোয়ার, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট শাহ শহিদুল হক, সিলভিয়া প্লাসেনসিয়া, আব্দুল কাদের, শাহনেওয়াজ, প্রিসিলা ফাতেমা, থমাস রাফায়েল ও আতিকুর রহমান প্রমুখ।
সেমিনারে বক্তৃতা করেন একাধিক তরুণ প্রতিনিধি, যারা নিজেদের অভিজ্ঞতার আলোকে শিক্ষাজীবনে পেশা নির্বাচনের স্বাধীনতা এবং প্রবাসে বেড়ে ওঠা নানা চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন।
তারা অভিবাসী অভিভাবকদের প্রতি আহ্বান জানান, যেন সন্তানদের ওপর নিজের স্বপ্ন চাপিয়ে না দিয়ে তাদের স্বকীয়তাকে গুরুত্ব দেওয়া হয়।
তরুণদের পক্ষে আলোচনায় অংশ নেন মালিহা রহমান, রাইসা তাইয়্যেবা, নাবিলা আহমেদ, এস এম আবিদ ইবতিহাজ এবং ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড-এর প্রেসিডেন্ট আব্দুস সোবহান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সোনিয়া।
আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম