০২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
ট্রুথ স্যোশালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার দূত ইউটকফের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠককে ‘খুবই ফলপ্রসু’ বলেও মন্তব্য করেছেন।

যুক্তরাষ্ট্র-রাশিয়া আলোচনায় ইউক্রেইন নিয়ে ‘বড় অগ্রগতি’ হয়েছে: প্রেসিডেন্ট ট্রাম্প

মিজানুর রহমান খান - বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০২:০৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • / ৫০ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প । ছবি: রয়টার্স

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তার দূত স্টিভ উইটকফ এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় ইউক্রেইন নিয়ে ‘বড় অগ্রগতি’ হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে ট্রাম্প এই বৈঠককে ‘খুবই ফলপ্রসু’ বলেও মন্তব্য করেছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সরকারি বাসভবন ক্রেমলিন এর আগে উইটকফের সঙ্গে বৈঠক নিয়ে অস্পষ্ট বিবৃতি দিয়েছিল।

দুইপক্ষের মধ্যে গঠনমূলক আলোচনার ইঙ্গিত পাওয়ার কথা বলেছিলেন পুতিনের সহযোগী ইউরি উশাকোভ। বৈঠকের পরে রুশ সংবাদ সংস্থা ‘তাস’ অবশ্য আলোচনা ইতিবাচক হয়েছে বলেই জানায়।

রাশিয়া এবং যুক্তরাষ্ট্র কৌশলগত সহযোগিতা নিয়ে আলাপ করেছে বলেও জানিয়েছিলেন ইউরি উশাকোভ। তবে এ বিষয়ে তখন বিস্তারিত আর কিছু তিনি বলেননি। পরে উইটকফ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে বৈঠকের আলোচনা সম্পর্কে ব্রিফিং দেন।

ইউক্রেইনে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার জন্য মস্কোকে যুক্তরাষ্ট্রের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগে দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বুধবার বৈঠক করেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।

রুশ সংবাদমাধ্যম বলছে, বুধবার দিনের শুরুতে উইটকফ মস্কো পৌঁছান। এরপর ক্রেমলিনে তিন ঘণ্টার ওই বৈঠক হয়।

ইউক্রেইনে যুদ্ধবিরতিতে পুতিন ১০ দিনের মধ্যে রাজি না হলে রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা এবং মস্কোর সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপরও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প।

এই সময়সীমা শেষ হচ্ছে আগামী শুক্রবার। তার মধ্যেই দুপক্ষের আলোচনাকে ফলপ্রসু বললেন ট্রাম্প। ইউক্রেইন যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্র-রাশিয়ার টানাপড়েনের মধ্যেই উইটকফের সঙ্গে পুতিনের বৈঠক আন্তরিক ছিল বলেই প্রতীয়মান হয়েছে।

রাশিয়ার পত্রপত্রিকাগুলোতে প্রকাশিত ছবিতে পুতিন ও উইটকফকে একটি হলঘরে হাসিমুখেই করমর্দন করতে দেখা গেছে।

ট্রাম্প বলেন, ওই বৈঠকের পর তিনি যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্রদেরকে ব্রিফিং দিয়েছেন। “প্রত্যেকেই এ ব্যাপারে একমত হয়েছে যে, যুদ্ধ বন্ধ হতে হবে এবং আমরা আগামী দিনগুলোতে এই লক্ষ্যে কাজ করব”, বলেন তিনি।

সূত্র : সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশাল

 

 

বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

ট্রুথ স্যোশালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার দূত ইউটকফের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠককে ‘খুবই ফলপ্রসু’ বলেও মন্তব্য করেছেন।

যুক্তরাষ্ট্র-রাশিয়া আলোচনায় ইউক্রেইন নিয়ে ‘বড় অগ্রগতি’ হয়েছে: প্রেসিডেন্ট ট্রাম্প

আপডেট সময় ০২:০৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তার দূত স্টিভ উইটকফ এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় ইউক্রেইন নিয়ে ‘বড় অগ্রগতি’ হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে ট্রাম্প এই বৈঠককে ‘খুবই ফলপ্রসু’ বলেও মন্তব্য করেছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সরকারি বাসভবন ক্রেমলিন এর আগে উইটকফের সঙ্গে বৈঠক নিয়ে অস্পষ্ট বিবৃতি দিয়েছিল।

দুইপক্ষের মধ্যে গঠনমূলক আলোচনার ইঙ্গিত পাওয়ার কথা বলেছিলেন পুতিনের সহযোগী ইউরি উশাকোভ। বৈঠকের পরে রুশ সংবাদ সংস্থা ‘তাস’ অবশ্য আলোচনা ইতিবাচক হয়েছে বলেই জানায়।

রাশিয়া এবং যুক্তরাষ্ট্র কৌশলগত সহযোগিতা নিয়ে আলাপ করেছে বলেও জানিয়েছিলেন ইউরি উশাকোভ। তবে এ বিষয়ে তখন বিস্তারিত আর কিছু তিনি বলেননি। পরে উইটকফ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে বৈঠকের আলোচনা সম্পর্কে ব্রিফিং দেন।

ইউক্রেইনে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার জন্য মস্কোকে যুক্তরাষ্ট্রের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগে দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বুধবার বৈঠক করেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।

রুশ সংবাদমাধ্যম বলছে, বুধবার দিনের শুরুতে উইটকফ মস্কো পৌঁছান। এরপর ক্রেমলিনে তিন ঘণ্টার ওই বৈঠক হয়।

ইউক্রেইনে যুদ্ধবিরতিতে পুতিন ১০ দিনের মধ্যে রাজি না হলে রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা এবং মস্কোর সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপরও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প।

এই সময়সীমা শেষ হচ্ছে আগামী শুক্রবার। তার মধ্যেই দুপক্ষের আলোচনাকে ফলপ্রসু বললেন ট্রাম্প। ইউক্রেইন যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্র-রাশিয়ার টানাপড়েনের মধ্যেই উইটকফের সঙ্গে পুতিনের বৈঠক আন্তরিক ছিল বলেই প্রতীয়মান হয়েছে।

রাশিয়ার পত্রপত্রিকাগুলোতে প্রকাশিত ছবিতে পুতিন ও উইটকফকে একটি হলঘরে হাসিমুখেই করমর্দন করতে দেখা গেছে।

ট্রাম্প বলেন, ওই বৈঠকের পর তিনি যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্রদেরকে ব্রিফিং দিয়েছেন। “প্রত্যেকেই এ ব্যাপারে একমত হয়েছে যে, যুদ্ধ বন্ধ হতে হবে এবং আমরা আগামী দিনগুলোতে এই লক্ষ্যে কাজ করব”, বলেন তিনি।

সূত্র : সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশাল

 

 

বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম