০৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

যে চ্যানেলে দেখা যাবে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৭:৩৩:২৬ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
  • / ১৩৪ বার পড়া হয়েছে

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কিন্তু আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ম্যাচগুলো সরাসরি দেখাতে এতদিন কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠান আগ্রহ দেখায়নি। যা নিয়ে সমর্থকদের মনে এক ধরণের ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল।

শনিবার (৬ মে) ক্রিকেট আয়ারল্যান্ড জানিয়েছে, বাংলাদেশ-আয়ারল্যান্ডের সিরিজ সরাসরি সম্প্রচার নিয়ে শঙ্কার কালো মেঘ কেটে গেছে। সিরিজটি সরাসরি সম্প্রচার করার কথা দায়িত্ব পেয়েছে ‘প্রিমিয়ার স্পোর্টস’। তবে বিশ্বব্যাপী কোন কোন চ্যানেলে সিরিজটি সম্প্রচার করা হবে সেটা এখনও জানা যায়নি।

ফলে বিদেশের মাটিতে টাইগারদের সিরিজটি বাংলাদেশে কোন চ্যানেলে খেলা দেখা যাবে, সেটাও জানা যায়নি। তবে শীঘ্রই এ সম্পর্কে বিস্তারিত জানাবে আইরিশ বোর্ড। ধারণা করা হচ্ছে, টি-স্পোর্টস, নাগরিক টিভি কিংবা গাজী টিভির মধ্যে যেকোনো একটি চ্যানেলে দেখা যাবে।

গত ৪ মে মিরপুর শের-ই বাংলায় টিভিতে খেলা দেখানোর বিষয় নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমকে বলেছিলেন, ‘এখন পর্যন্ত খেলা সম্প্রচার নিয়ে কোনো তথ্য নেই। এটা আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের বিষয়। স্বাগতিক বোর্ডই এসব বিষয় দেখে। ম্যাচের আয়োজন ও সম্প্রচার স্বত্ব বিক্রিও তারাই করবে। এটা তাদের ব্যাপার।’

আগামী ৯, ১২ ও ১৪ মে লন্ডনের চেমসফোর্ডের ক্লাউডি কাউন্টি গ্রাউন্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে। আসন্ন এই সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। এই সিরিজে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারাতে পারলে আইসিসি ওয়ানডে সুপার লিগে ৩০ পয়েন্ট নিয়ে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে আইরিশরা।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

যে চ্যানেলে দেখা যাবে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ

আপডেট সময় ০৭:৩৩:২৬ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কিন্তু আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ম্যাচগুলো সরাসরি দেখাতে এতদিন কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠান আগ্রহ দেখায়নি। যা নিয়ে সমর্থকদের মনে এক ধরণের ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল।

শনিবার (৬ মে) ক্রিকেট আয়ারল্যান্ড জানিয়েছে, বাংলাদেশ-আয়ারল্যান্ডের সিরিজ সরাসরি সম্প্রচার নিয়ে শঙ্কার কালো মেঘ কেটে গেছে। সিরিজটি সরাসরি সম্প্রচার করার কথা দায়িত্ব পেয়েছে ‘প্রিমিয়ার স্পোর্টস’। তবে বিশ্বব্যাপী কোন কোন চ্যানেলে সিরিজটি সম্প্রচার করা হবে সেটা এখনও জানা যায়নি।

ফলে বিদেশের মাটিতে টাইগারদের সিরিজটি বাংলাদেশে কোন চ্যানেলে খেলা দেখা যাবে, সেটাও জানা যায়নি। তবে শীঘ্রই এ সম্পর্কে বিস্তারিত জানাবে আইরিশ বোর্ড। ধারণা করা হচ্ছে, টি-স্পোর্টস, নাগরিক টিভি কিংবা গাজী টিভির মধ্যে যেকোনো একটি চ্যানেলে দেখা যাবে।

গত ৪ মে মিরপুর শের-ই বাংলায় টিভিতে খেলা দেখানোর বিষয় নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমকে বলেছিলেন, ‘এখন পর্যন্ত খেলা সম্প্রচার নিয়ে কোনো তথ্য নেই। এটা আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের বিষয়। স্বাগতিক বোর্ডই এসব বিষয় দেখে। ম্যাচের আয়োজন ও সম্প্রচার স্বত্ব বিক্রিও তারাই করবে। এটা তাদের ব্যাপার।’

আগামী ৯, ১২ ও ১৪ মে লন্ডনের চেমসফোর্ডের ক্লাউডি কাউন্টি গ্রাউন্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে। আসন্ন এই সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। এই সিরিজে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারাতে পারলে আইসিসি ওয়ানডে সুপার লিগে ৩০ পয়েন্ট নিয়ে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে আইরিশরা।