১১:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৯:৫২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
  • / ৯১ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নে যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৪ মে) সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (৩ মে) সন্ধ্যায় ওই ইউনিয়নের চন্ডিপুর (বেলের তল) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি একই এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী খাদিজা বেগম (২৫)।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি একেএম আজমিরুজ্জামান জানান, নিহতের স্বামী একজন ভবঘুরে। নিয়মিত কাজ করেন না। প্রায়ই তিনি স্ত্রীর বাবার বাড়ি থেকে টাকা আনতে বলতো। এ নিয়ে মাঝেমধ্যেই তাদের মধ্যে ঝগড়া হতো। বুধবার দুপুরেও বাজারে লোক সম্মুখে এসব বিষয় নিয়ে তাদের ঝগড়া হয়েছিল। পরে একই দিন সন্ধ্যায় আবারও তাদের ঝগড়া বাধে।

এর একপর্যায়ে আশরাফুল স্ত্রীকে মারধর করে এবং শ্বাসরোধে হত্যা করে। তিনি আরও জানান, এ ঘটনার পর থেকে আশরাফুল, তার মা এবং পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আপডেট সময় ০৯:৫২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নে যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৪ মে) সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (৩ মে) সন্ধ্যায় ওই ইউনিয়নের চন্ডিপুর (বেলের তল) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি একই এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী খাদিজা বেগম (২৫)।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি একেএম আজমিরুজ্জামান জানান, নিহতের স্বামী একজন ভবঘুরে। নিয়মিত কাজ করেন না। প্রায়ই তিনি স্ত্রীর বাবার বাড়ি থেকে টাকা আনতে বলতো। এ নিয়ে মাঝেমধ্যেই তাদের মধ্যে ঝগড়া হতো। বুধবার দুপুরেও বাজারে লোক সম্মুখে এসব বিষয় নিয়ে তাদের ঝগড়া হয়েছিল। পরে একই দিন সন্ধ্যায় আবারও তাদের ঝগড়া বাধে।

এর একপর্যায়ে আশরাফুল স্ত্রীকে মারধর করে এবং শ্বাসরোধে হত্যা করে। তিনি আরও জানান, এ ঘটনার পর থেকে আশরাফুল, তার মা এবং পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।