০৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫
হত্যার শিকার হওয়া ফাতেমা নাসরিন হাই কোর্টের সাবেক বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের ভাতিজি।

যৌতুক না পেয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

নিঝুম আহমেদ - জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০১:৩৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • / ৩২ বার পড়া হয়েছে

ফাতেমা নাসরিন।

 

যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬ এর বিচারক কামরুন্নাহার বেগম এ রায় দেন।

দণ্ডিত ব্যক্তির নাম মির্জা সাখাওয়াত হোসেন। আর হত্যার শিকার হওয়া নারীর নাম ফাতেমা নাসরিন। তিনি হাই কোর্টের সাবেক বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভাতিজি।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম বলেন, “মৃত্যুদণ্ডের পাশাপাশি মির্জা সাখাওয়াত হোসেনের এক লাখ টাকা অর্থদণ্ড হয়েছে। রায় ঘোষণার আগে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায়ের পর সাজা পরোয়ানা দিয়ে আবার কারাগারে পাঠানো হয় তাকে।”

সাখাওয়াত হোসেনের বাড়ি পঞ্চগড় জেলার উত্তর মিঠাপুকুর এলাকায়।

মামলার বিবরণে বলা হয়, ফাতেমা নাসরিন ও মির্জা সাখাওয়াত হোসেনের দাম্পত্য জীবন ১৯ বছরের। তাদের ১৭ বছরের একটি মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে সাখাওয়াত বিভিন্ন সময় ফাতেমার কাছে যৌতুক দাবি করে আসছিলেন।

বাদীয় অভিযোগ, সাখাওয়াত বিভিন্ন সময় তার স্ত্রীকে চাপ দেয়, যেন তিনি পৈতৃক বাড়ি বিক্রি করে ১ কোটি টাকা দেন। কিন্তু ওই পৈতৃক বাড়িতে আরও অনেকের অংশ রয়েছে, তাই একা বিক্রি করা যাবে না বলে ফাতেমা তার স্বামীকে জানায়। এতে সাখাওয়াত ক্ষিপ্ত হয়ে ফাতেমাকে মানসিক ও শারীরিক নির্যাতন করেন।

মামলা বলা হয়, নির্যাতন বেড়ে যাওয়ায় ফাতেমা পঞ্চগড় সদর থানায় নারী নির্যাতন আইনে মামলা করেন। মামলায় সাখাওয়াত গ্রেপ্তারও হন। পরে তিনি জামিনে বের হয়ে আবারও যৌতুকের টাকা জন্য ফাতেমাকে চাপ দিতে থাকেন। সবশেষ ২০২৩ সালের ৮ মার্চ যৌতুকের টাকার দাবিতে সাখাওয়াত তার মোহাম্মদপুরের বাসায় ফাতেমাকে চাপ দিতে থাকে। এতে প্রতিবাদ করলে সাখাওয়াত তাকে হত্যা করে।

এ ঘটনায় ভুক্তভোগীর বড়বোন আরজিনা বেগম আদাবর থানায় মামলা দায়ের করেন।

 

 

 

নিঝুম আহমেদ – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

হত্যার শিকার হওয়া ফাতেমা নাসরিন হাই কোর্টের সাবেক বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের ভাতিজি।

যৌতুক না পেয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

আপডেট সময় ০১:৩৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

 

যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬ এর বিচারক কামরুন্নাহার বেগম এ রায় দেন।

দণ্ডিত ব্যক্তির নাম মির্জা সাখাওয়াত হোসেন। আর হত্যার শিকার হওয়া নারীর নাম ফাতেমা নাসরিন। তিনি হাই কোর্টের সাবেক বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভাতিজি।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম বলেন, “মৃত্যুদণ্ডের পাশাপাশি মির্জা সাখাওয়াত হোসেনের এক লাখ টাকা অর্থদণ্ড হয়েছে। রায় ঘোষণার আগে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায়ের পর সাজা পরোয়ানা দিয়ে আবার কারাগারে পাঠানো হয় তাকে।”

সাখাওয়াত হোসেনের বাড়ি পঞ্চগড় জেলার উত্তর মিঠাপুকুর এলাকায়।

মামলার বিবরণে বলা হয়, ফাতেমা নাসরিন ও মির্জা সাখাওয়াত হোসেনের দাম্পত্য জীবন ১৯ বছরের। তাদের ১৭ বছরের একটি মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে সাখাওয়াত বিভিন্ন সময় ফাতেমার কাছে যৌতুক দাবি করে আসছিলেন।

বাদীয় অভিযোগ, সাখাওয়াত বিভিন্ন সময় তার স্ত্রীকে চাপ দেয়, যেন তিনি পৈতৃক বাড়ি বিক্রি করে ১ কোটি টাকা দেন। কিন্তু ওই পৈতৃক বাড়িতে আরও অনেকের অংশ রয়েছে, তাই একা বিক্রি করা যাবে না বলে ফাতেমা তার স্বামীকে জানায়। এতে সাখাওয়াত ক্ষিপ্ত হয়ে ফাতেমাকে মানসিক ও শারীরিক নির্যাতন করেন।

মামলা বলা হয়, নির্যাতন বেড়ে যাওয়ায় ফাতেমা পঞ্চগড় সদর থানায় নারী নির্যাতন আইনে মামলা করেন। মামলায় সাখাওয়াত গ্রেপ্তারও হন। পরে তিনি জামিনে বের হয়ে আবারও যৌতুকের টাকা জন্য ফাতেমাকে চাপ দিতে থাকেন। সবশেষ ২০২৩ সালের ৮ মার্চ যৌতুকের টাকার দাবিতে সাখাওয়াত তার মোহাম্মদপুরের বাসায় ফাতেমাকে চাপ দিতে থাকে। এতে প্রতিবাদ করলে সাখাওয়াত তাকে হত্যা করে।

এ ঘটনায় ভুক্তভোগীর বড়বোন আরজিনা বেগম আদাবর থানায় মামলা দায়ের করেন।

 

 

 

নিঝুম আহমেদ – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম