নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি পরিচালতি এই সিনেমা বাংলাদেশ-ভারতের সম্পর্কের উত্থান পতনের গল্প শোনাবে।
‘রক্তবীজ ২’: টিজারে বাংলাদেশ-ভারতের টানাপোড়েন আর সন্ত্রাসের থাবা

- আপডেট সময় ০৫:৩১:৪২ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- / ৩৭ বার পড়া হয়েছে

‘যতবার ভারত ও বাংলাদেশ কাছাকাছি এসেছে, ততবার মাথা চাড়া দিয়ে উঠেছে উগ্র সন্ত্রাস’-এই সংলাপে শুরু হয়েছে কলকাতার সিনেমা ‘রক্তবীজ ২’ সিনেমার টিজার।
‘যতবার ভারত ও বাংলাদেশ কাছাকাছি এসেছে, ততবার মাথা চাড়া দিয়ে উঠেছে উগ্র সন্ত্রাস’-এই সংলাপে শুরু হয়েছে কলকাতার সিনেমা ‘রক্তবীজ ২’ সিনেমার টিজার।
১ মিনিট ৪৮ সেকেন্ডের টিজারে উঠে এসেছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ভারতের অবস্থান এবং ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের নানা দিক। ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বাংলাদেশ সফরকে ঘিরে তৈরি হয়েছে ‘রক্তবীজ ২’ সিনেমাটি। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি পরিচালতি এই সিনেমা বাংলাদেশ-ভারতের সম্পর্কের উত্থান পতনের গল্প শোনাবে।
এবারেও ভিক্টর ব্যানার্জিকে দেখা যাবে সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির চরিত্রে। পুলিশ কর্মকর্তা হয়েছেন আবীর চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তী; পাত্রপাত্রীদের তালিকায় নতুন যুক্ত হয়েছেন অঙ্কুশ হাজরা ও কৌশানী মুখোপাধ্যায়।
সিনেমায় শ্বশুরবাড়ি দেখতে বাংলাদেশের নড়াইলের ভদ্রবিলা গ্রামে প্রণব মুখার্জির সফর তুলে ধরা হয়েছে। সফরে প্রণব মুখার্জির আপ্যায়নের জন্য হরেকরকম পিঠা, ইলিশ মাছসহ নানা ফলমূল এবং অন্যান্য খাবারের আয়োজন ঘিরে নানা ঘটনা রাখা হয়েছে চিত্রনাট্যে।
২০২৩ সালে সত্য ঘটনা অবলম্বনে বানানো হয় ‘রক্তবীজ’।
সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ‘ব্যান্ডিট কুইন’ সিনেমাখ্যাত সীমা বিশ্বাস। এবারের দুর্গাপূজা উপলক্ষে ‘রক্তবীজ ২’ মুক্তি পাবে আগামী ২৬ সেপ্টেম্বর।
বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম