“আমাদের লক্ষ্য ছিল সমাজে বার্তা দেওয়া— মানুষে মানুষে বন্ধনই মানবসভ্যতার রথ এগিয়ে নিয়ে যেতে পারে,” বলেন নির্দেশক সাইফুল ইসলাম মণ্ডল।
রবীন্দ্রনাথের ‘রথের রশি’ মঞ্চে আনল বিবর্তনের শিশুরা

- আপডেট সময় ০১:২৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
- / ২২ বার পড়া হয়েছে
‘বিবর্তন ঢাকা’র শিশু বিভাগ মঞ্চে এনেছে তাদের দ্বিতীয় নাট্য প্রযোজনা ‘রথের রশি’।
শুক্রবার সন্ধ্যায় ঢাকায় সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটকটি নির্দেশনার পাশাপাশি মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন মো. সাইফুল ইসলাম মণ্ডল। সংগীত পরিকল্পনায় ছিলেন শ্রাবণী সাহা টুসি।
নাটকের নির্দেশক বলেন, “এ নাটক মঞ্চায়নের সাহস আমি পেয়েছি শিশুদের মধ্য থেকেই। তাদের উদ্যম, নিষ্ঠা ও দায়িত্বশীলতায় আমি– ‘আমি’ থেকে ‘আমরা’ হতে পেরেছি। আমাদের লক্ষ্য ছিল সমাজে বার্তা দেওয়া— মানুষে মানুষে বন্ধনই মানবসভ্যতার রথকে এগিয়ে নিয়ে যেতে পারে।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রতিষ্ঠালগ্ন থেকেই বিবর্তন বিশ্বাস করে, নাটক শুধু বিনোদন নয়—এটি সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার। সমাজের অসংগতি, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে নাটকের ভাষায় কণ্ঠস্বর তোলে তারা। একইসঙ্গে শিশুদের মানসিক বিকাশ, মানবিক মূল্যবোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও নাটককে কার্যকর হাতিয়ার হিসেবে ব্যবহার করছে দলটি।”
নাটকটিতে অভিনয় করেছে অদ্রি, নওশীন, আরেতিনা, ঝিল, স্বপ্নীল, স্বপ্ন, ওয়াসি, রোদ্দুর, প্রত্যূষ, বর্ণ, মুগ্ধ, তাজকীর, সায়ন, নাব্য, আজোয়ার ও শ্রেয়ান।
বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম