১১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
ওটিটিতে চলতি সপ্তাহের সিনেমার খোঁজ তুলে ধরেছে বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম এর বিনোদন ডেস্ক।

রহস্য-রোমাঞ্চ, প্রেমের গল্পসহ যা যা দেখাচ্ছে ওটিটি

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০৬:৫৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / ২১ বার পড়া হয়েছে

ওটিটিতে মুক্তিপ্রাপ্ত সিরিজ ও সিনেমার পোস্টার।

 

চলতি সপ্তাহে হইচই, সনি লাইভসহ ওটিটি প্ল্যাটফর্মগুলোয় চলছে চারটি ভিন্ন গল্পের চার সিনেমা।

জনপ্রিয় গোয়েন্দা একেন বাবু এবার রহস্য অনুসন্ধানে হাজির হয়েছেন ‘দি একেন: বেনারসে বিভীষিকা’ নিয়ে। হইচইইয়ে দেখা যাচ্ছে সিনেমাটি। অন্যদিকে নেটফ্লিক্সে এসেছে প্রেমের গল্পের সিনেমা ‘আপ জেয়সা কোই’।

সনি লাইভে মালায়ালম রাজনৈতিক-সামাজিক ড্রামা ‘নারিভেত্তা’ চলছে ; জিও হটস্টারে রয়েছে ‘মুনওয়াক’, কেরালার আশির দশকের ব্রেকডান্স সংস্কৃতিকে ঘিরে হয়েছে তৈরি এটি।

চলতি সপ্তাহের ওটিটির এসব সিনেমার খোঁজ তুলে ধরেছে বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম এর বিনোদন ডেস্ক।

‘দি একেন: বেনারসে বিভীষিকা’

 

 

কলকাতার জনপ্রিয় গোয়েন্দা সিরিজের চরিত্র একেন বাবুর সর্বশেষ সিনেমা ‘দি একেন: বেনারসে বিভীষিকা’ দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে।

এর আগে ১৬ মে বড় পর্দায় মুক্তি পেয়েছিল এই সিনেমা। ‘বেনারসে বিভীষিকা’ পরিচালনা করছেন জয়দীপ মুখোপাধ্যায়। দৃশ্য ধারণের কাজ হয়েছে বেনারস ও কলকাতা মিলিয়ে।

সিনেমায় দেখা গেছে বেনারসের ঘুরতে যান একেনবাবু এবং তার দুই বন্ধু। কিন্তু সেখানে গিয়েও গোয়েন্দাগিরিতে জড়িয়ে পড়েন তারা।

একেন চরিত্রে বরাবরের মতই আছেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। আর দুই সঙ্গী বাপি বাবু এবং প্রমথ বাবুর চরিত্রে অভিনয় করেছেন সুহোত্র মুখোপাধ্যায় এবং সোমক ঘোষ। খল চরিত্রে এসেছেন শাশ্বত চট্টোপাধ্যায়।

এছাড়া বিশ্বনাথ বসু, ইশা সাহা, গৌরব চক্রবর্তী, ঋষভ বসু, দেবেশ চট্টোপাধ্যায়সহ আরো অনেকে এই সিনেমায় অভিনয় করেছেন।

নেটফ্লিক্সে ‘আপ জেয়সা কোই’

 

 

শুক্রবার থেকে নেটফ্লিক্সে দেখা যাচ্ছে রোমান্টিক গল্পের সিনেমা ‘আপ জেয়সা কোই’। বিবেক সোনি পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন আর. মাধবন, ফাতিমা সানা শেখ, আয়েশা রাজা।

গল্পের কেন্দ্রে রয়েছেন শ্রীরেনু ত্রিপাঠি ,যিনি জামশেদপুরের এক শান্তশিষ্ট, সংস্কৃত পড়ানো অধ্যাপক। তার একঘেয়ে জীবনের গতিপথ পাল্টে যায় মধু বোস নামের এক প্রাণবন্ত ফরাসি শিক্ষিকার সঙ্গে পরিচয় হয়ে। একসময় প্রেমের সম্পর্ক গড়ে উঠে দুজনের মধ্যে।

তবে এই প্রেমের গল্প জটিল করে তোলে সমাজের বাঁধাধরা রীতিনীতি আর পারিবারিক চাপ।

সনি লাইভে ‘নারিভেত্তা’

 

 

মালায়ালম সিনেমা ‘নারিভেত্তা’ দেখা যাচ্ছে সনি লাইভে। অনুরাজ মনোহরের পরিচালনায় এতে অভিনয় করেছেন টোভিনো থমাস, সুরাজ ভেঞ্জারামধু, প্রিয়াম্ভেদা কৃষ্ণান।

কেরালার এক পাহাড়ি আদিবাসী গ্রামের কিছু ঘটনা নিয়ে বানানো হয়েছে সিনেমাটি। এই সিনেমার এক চরিত্র পিটার ভার্ঘিস এক সৎ ও দ্বিধান্বিত পুলিশ কনস্টেবল। পিটারের কর্মস্থলে বসবাসকারী আদিবাসীদের উচ্ছেদে নামে বন বিভাগ। এ সময় পেশাগত দায়িত্ব এবং নৈতিক বিবেকের টানাপোড়েনে ছিন্নভিন্ন হয়ে পড়ে ভার্ঘিস। কাকে বাঁচাবে সে আইন না আদর্শ? এমনই গল্পে এগিয়ে যায় সিনেমা।

জিও হটস্টারে ‘মুনওয়াক’

 

 

কেরালার আশি দশকের ব্যতিক্রমী ব্রেকডান্স সংস্কৃতি ও যুবসমাজের নৃত্যকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘মুনওয়াক’ সিনেমা। বিনোদ এ. কে পরিচালিত এই সিনেমায় দেখা গেছে একগুচ্ছ নতুন তরুণ মুখ।

চিত্রনাট্যে দেখানো হয়েছে মাইকেল জ্যাকসনের সেই জাদুকরী নাচের পদক্ষেপ তরুণদের জীবনের অনুপ্রেরণা, যা তাদের জীবনের নতুন অর্থ খুঁজে দেয়।

সিনেমায় অভিনয় করেছেন সিবি কুট্টাপ্পান, ঋষি কৈনিক্কার। জিও হটস্টারে দেখা যাচ্ছে সিনেমাটি।

 

 

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

ওটিটিতে চলতি সপ্তাহের সিনেমার খোঁজ তুলে ধরেছে বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম এর বিনোদন ডেস্ক।

রহস্য-রোমাঞ্চ, প্রেমের গল্পসহ যা যা দেখাচ্ছে ওটিটি

আপডেট সময় ০৬:৫৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

 

চলতি সপ্তাহে হইচই, সনি লাইভসহ ওটিটি প্ল্যাটফর্মগুলোয় চলছে চারটি ভিন্ন গল্পের চার সিনেমা।

জনপ্রিয় গোয়েন্দা একেন বাবু এবার রহস্য অনুসন্ধানে হাজির হয়েছেন ‘দি একেন: বেনারসে বিভীষিকা’ নিয়ে। হইচইইয়ে দেখা যাচ্ছে সিনেমাটি। অন্যদিকে নেটফ্লিক্সে এসেছে প্রেমের গল্পের সিনেমা ‘আপ জেয়সা কোই’।

সনি লাইভে মালায়ালম রাজনৈতিক-সামাজিক ড্রামা ‘নারিভেত্তা’ চলছে ; জিও হটস্টারে রয়েছে ‘মুনওয়াক’, কেরালার আশির দশকের ব্রেকডান্স সংস্কৃতিকে ঘিরে হয়েছে তৈরি এটি।

চলতি সপ্তাহের ওটিটির এসব সিনেমার খোঁজ তুলে ধরেছে বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম এর বিনোদন ডেস্ক।

‘দি একেন: বেনারসে বিভীষিকা’

 

 

কলকাতার জনপ্রিয় গোয়েন্দা সিরিজের চরিত্র একেন বাবুর সর্বশেষ সিনেমা ‘দি একেন: বেনারসে বিভীষিকা’ দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে।

এর আগে ১৬ মে বড় পর্দায় মুক্তি পেয়েছিল এই সিনেমা। ‘বেনারসে বিভীষিকা’ পরিচালনা করছেন জয়দীপ মুখোপাধ্যায়। দৃশ্য ধারণের কাজ হয়েছে বেনারস ও কলকাতা মিলিয়ে।

সিনেমায় দেখা গেছে বেনারসের ঘুরতে যান একেনবাবু এবং তার দুই বন্ধু। কিন্তু সেখানে গিয়েও গোয়েন্দাগিরিতে জড়িয়ে পড়েন তারা।

একেন চরিত্রে বরাবরের মতই আছেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। আর দুই সঙ্গী বাপি বাবু এবং প্রমথ বাবুর চরিত্রে অভিনয় করেছেন সুহোত্র মুখোপাধ্যায় এবং সোমক ঘোষ। খল চরিত্রে এসেছেন শাশ্বত চট্টোপাধ্যায়।

এছাড়া বিশ্বনাথ বসু, ইশা সাহা, গৌরব চক্রবর্তী, ঋষভ বসু, দেবেশ চট্টোপাধ্যায়সহ আরো অনেকে এই সিনেমায় অভিনয় করেছেন।

নেটফ্লিক্সে ‘আপ জেয়সা কোই’

 

 

শুক্রবার থেকে নেটফ্লিক্সে দেখা যাচ্ছে রোমান্টিক গল্পের সিনেমা ‘আপ জেয়সা কোই’। বিবেক সোনি পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন আর. মাধবন, ফাতিমা সানা শেখ, আয়েশা রাজা।

গল্পের কেন্দ্রে রয়েছেন শ্রীরেনু ত্রিপাঠি ,যিনি জামশেদপুরের এক শান্তশিষ্ট, সংস্কৃত পড়ানো অধ্যাপক। তার একঘেয়ে জীবনের গতিপথ পাল্টে যায় মধু বোস নামের এক প্রাণবন্ত ফরাসি শিক্ষিকার সঙ্গে পরিচয় হয়ে। একসময় প্রেমের সম্পর্ক গড়ে উঠে দুজনের মধ্যে।

তবে এই প্রেমের গল্প জটিল করে তোলে সমাজের বাঁধাধরা রীতিনীতি আর পারিবারিক চাপ।

সনি লাইভে ‘নারিভেত্তা’

 

 

মালায়ালম সিনেমা ‘নারিভেত্তা’ দেখা যাচ্ছে সনি লাইভে। অনুরাজ মনোহরের পরিচালনায় এতে অভিনয় করেছেন টোভিনো থমাস, সুরাজ ভেঞ্জারামধু, প্রিয়াম্ভেদা কৃষ্ণান।

কেরালার এক পাহাড়ি আদিবাসী গ্রামের কিছু ঘটনা নিয়ে বানানো হয়েছে সিনেমাটি। এই সিনেমার এক চরিত্র পিটার ভার্ঘিস এক সৎ ও দ্বিধান্বিত পুলিশ কনস্টেবল। পিটারের কর্মস্থলে বসবাসকারী আদিবাসীদের উচ্ছেদে নামে বন বিভাগ। এ সময় পেশাগত দায়িত্ব এবং নৈতিক বিবেকের টানাপোড়েনে ছিন্নভিন্ন হয়ে পড়ে ভার্ঘিস। কাকে বাঁচাবে সে আইন না আদর্শ? এমনই গল্পে এগিয়ে যায় সিনেমা।

জিও হটস্টারে ‘মুনওয়াক’

 

 

কেরালার আশি দশকের ব্যতিক্রমী ব্রেকডান্স সংস্কৃতি ও যুবসমাজের নৃত্যকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘মুনওয়াক’ সিনেমা। বিনোদ এ. কে পরিচালিত এই সিনেমায় দেখা গেছে একগুচ্ছ নতুন তরুণ মুখ।

চিত্রনাট্যে দেখানো হয়েছে মাইকেল জ্যাকসনের সেই জাদুকরী নাচের পদক্ষেপ তরুণদের জীবনের অনুপ্রেরণা, যা তাদের জীবনের নতুন অর্থ খুঁজে দেয়।

সিনেমায় অভিনয় করেছেন সিবি কুট্টাপ্পান, ঋষি কৈনিক্কার। জিও হটস্টারে দেখা যাচ্ছে সিনেমাটি।

 

 

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম