কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. একরামুল হামিদকে কমিটির আহ্বায়ক করা হয়েছে।
রাকসু নির্বাচন: ‘সাইবার বুলিং’ রোধে কমিটি

- আপডেট সময় ১২:০৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / ৩০ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রার্থী ও ভোটারদের ‘সাইবার বুলিং’ থেকে সুরক্ষা দিতে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. একরামুল হামিদকে কমিটির আহ্বায়ক করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার শনিবার রাতে কমিটি গঠনের তথ্য দিয়েছেন। অন্য সদস্যদের নাম জানতে চাইলে পরে জানানোর কথা বলেন তিনি।
ইতোমধ্যে এ কমিটি প্রথম সভা করেছে বলে জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সভায় ‘সাইবার বুলিং’ রোধে করণীয় ও কর্মপন্থা নিয়ে আলোচনা হয়েছে।
গত ২৮ জুলাই রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এর পর থেকেই বিভিন্ন ছাত্র সংগঠন ‘সাইবার বুলিং’ রোধে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে আসছিল। পরবর্তীতে ২৬ অগাস্ট এক বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম সাইবার সেল গঠনের ঘোষণা দেন।
সংশোধিত তফসিল অনুযায়ী, ৩১ অগাস্ট পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্র দাখিল ১ থেকে ৪ সেপ্টেম্বর, বাছাই ৬ থেকে ৭ সেপ্টেম্বর। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ৮ সেপ্টেম্বর, আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে ৯ সেপ্টেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১০ সেপ্টেম্বর এবং ১১ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে এবং হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংশ্লিষ্ট হলের প্রশাসনিক কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তাদের থেকে সংগ্রহ করা যাবে।
আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অ্যাকাডেমিক ভবনে রাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম