কেন্দ্রীয় সংসদের ২৩টি পদের মধ্যে ১৩টিতে প্রার্থী দিয়েছে সংগঠনটি।
রাকসু: ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ নামে ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল

- আপডেট সময় ০২:৩৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
- / ২২ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনে ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন।
বৃহস্পতিবার বিকালে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে সংগঠনটির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহবুব আলম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
কেন্দ্রীয় সংসদের ২৩টি পদের মধ্যে ১৩টিতে প্রার্থী দিয়েছে সংগঠনটি।
প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে ফলিত রসায়ন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহবুব আলম, সাধারণ সম্পাদক (জিএস) পদে আরবি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শরিফুল ইসলাম শরীফ এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ইসলামিক স্টাডিস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পারভেজ আকন্দ মনোনয়ন পেয়েছেন। তাদের নেতৃত্বেই লড়বে প্যানেল।
মাহবুব বিশ্ববিদ্যালয় শাখা ইসলামি ছাত্র আন্দোলনের সভাপতি, শরীফ সহসভাপতি এবং পারভেজ সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।
এ ছাড়া প্যানেলে ক্রীড়া সম্পাদক (সহকারী) পদে মো. শফিউল আলম, সাংস্কৃতিক সম্পাদক পদে মো. রবিউল ইসলাম সিকদার, সহকারী সাংস্কৃতিক সম্পাদক পদে মো. কাজিউল ইসলাম কাজল, তথ্য ও গবেষণা সম্পাদক পদে মো. মাহবুব আলম (আরবি), মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে মো. শাহরিয়ার জামান রিজন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মো. জাহিদুল হাসান শরীফ, বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে মো. জোবায়ের হোসাইন জিহাদ এবং পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে মো. তাহসিন আহম্মেদ লড়বেন।
কার্যনির্বাহী সদস্য পদে আছেন আহসানুল ইসলাম শাওন এবং ইয়াছিন মিয়া।
এর আগে ১২ অগাস্ট আংশিক প্যানেল ঘোষণা করেন ইসলামি ছাত্র আন্দোলন। তবে সেই সময় প্যানেলের নাম ঘোষণা করেননি তারা।
এর আগে ২৮ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সংশোধিত তফসিল অনুযায়ী, ১০ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়। ১১ সেপ্টেম্বর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হয়। আর ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অ্যাকাডেমিক ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম