১০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
শিরোনাম
সকাল পৌনে ১০টায় দেওয়া বিজ্ঞপ্তিতে অভিযান চলমান আছে বলেও জানান হয়।
রাঙামাটিতে ইউপিডিএফের আস্তানায় অভিযান, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার: আইএসপিআর

রাঙামাটি প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
- আপডেট সময় ১১:১৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
- / ৩০ বার পড়া হয়েছে
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম পাহাড়ে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
মঙ্গলবার সকালে আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “রাঙামাটির বাঘাইহাটের দুর্গম পাহাড়ে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযান এবং গুলি বিনিময়। একে ৪৭ ও রাইফেলসহ অস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।”
সকাল পৌনে ১০টায় দেওয়া বিজ্ঞপ্তিতে অভিযান চলমান আছে বলেও জানান হয়। রাঙামাটির বাঘাইহাট এলাকাটি বাঘাইছড়ি উপজেলায় সাজেক ইউনিয়নের অন্তর্গত।
তবে এই ধরনের অভিযানের কথা অস্বীকার করেছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা। তিনি বলেন, “এগুলো সাজানো নাটক।”
রাঙামাটি প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম