১১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

রাজধানীতে ছিনতাইকালে আটক ৩০

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ১১:৩৭:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩
  • / ১১৯ বার পড়া হয়েছে

রাজধানীর হাজারীবাগ, মোহাম্মদপুর, শেরেবাংলা নগর ও তেজগাঁও এলাকায় বিশেষ অভিযান চালিয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্যরা ৩০ ছিনতাইকারীকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ছুরি, চাকু, খুরসহ বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

শুক্রবার (১০ মার্চ) সকালে র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার (৯ মার্চ) রাজধানীর মোহাম্মদপুর, হাজারীবাগ, ধানমন্ডি, শেরেবাংলা নগর ও তেজগাঁও এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে র‍্যাব-২।

এসময় ছিনতাই প্রস্তুতি ও ছিনতাইকালে ৩০ সংঘবদ্ধ ছিনতাইকারীকে আটক করা হয়। ছিনতাইকারীদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ছুরি, চাকু, খুর ও অন্যান্য দেশীয় অস্ত্র জব্দ করা হয়। ফজলুল হক বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য।

রাজধানীর বিভিন্ন এলাকায় ক্ষুর-চাকু ও দেশীয় অস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখিয়ে পথচারীদের কাছে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মুঠোফোনসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিতো তারা। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

রাজধানীতে ছিনতাইকালে আটক ৩০

আপডেট সময় ১১:৩৭:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩

রাজধানীর হাজারীবাগ, মোহাম্মদপুর, শেরেবাংলা নগর ও তেজগাঁও এলাকায় বিশেষ অভিযান চালিয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্যরা ৩০ ছিনতাইকারীকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ছুরি, চাকু, খুরসহ বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

শুক্রবার (১০ মার্চ) সকালে র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার (৯ মার্চ) রাজধানীর মোহাম্মদপুর, হাজারীবাগ, ধানমন্ডি, শেরেবাংলা নগর ও তেজগাঁও এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে র‍্যাব-২।

এসময় ছিনতাই প্রস্তুতি ও ছিনতাইকালে ৩০ সংঘবদ্ধ ছিনতাইকারীকে আটক করা হয়। ছিনতাইকারীদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ছুরি, চাকু, খুর ও অন্যান্য দেশীয় অস্ত্র জব্দ করা হয়। ফজলুল হক বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য।

রাজধানীর বিভিন্ন এলাকায় ক্ষুর-চাকু ও দেশীয় অস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখিয়ে পথচারীদের কাছে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মুঠোফোনসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিতো তারা। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।