১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
									 
                     
                     
                    
                 
                                         শিরোনাম  
                                    
                            
                                রাজধানীতে ফেনসিডিলসহ গ্রেপ্তার ১
																
								
							
                                
                              							  নিজস্ব সংবাদ দাতা									
								
                                
                                - আপডেট সময় ০৯:৩২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
 - / ২১৭ বার পড়া হয়েছে
 
রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে মামুন আহম্মেদ নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগ।
মঙ্গলবার (০৯ মে) সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার সায়দাবাদ জনপথ মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওয়ারী বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কতিপয় মাদক কারবারি সায়দাবাদ জনপথ মোড় এলাকায় ফেনসিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানকালে পালানোর সময় মামুনকে ১৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়।
মাহফুজুর রহমান জানান, মামুন দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় মাদক কারবারিদের কাছ থেকে ফেনসিডিল সংগ্রহ করে রাজধানীসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। এ ঘটনায় তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
                                 ট্যাগস 
                                                            
                   
                        
                            
																			










