০৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

রাজশাহীতে বিএনপির ৫ নেতাকর্মী আটক

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৭:১৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩
  • / ৮৫ বার পড়া হয়েছে

রাজশাহী নগরীর গণকপাড়া এলাকায় অবস্থান কর্মসূচি থেকে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১ এপ্রিল) রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে একই দিন বিকেল ৪টায় ওই এলাকা থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব ও সহকারী অধ্যাপক মোজাফফর হোসেন, চারঘাট উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি কামরুজ্জামান মৃধা, শলুয়া ডিগ্রি কলেজের শিক্ষক এমদাদুল হক ও বাঘা উপজেলার হরিরামপুর এলাকার স্বপন। জানা গেছে, শনিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার মুক্তি, নিত্যপণ্যের মূল্যহ্রাস ও ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হচ্ছিল।

এ সময় পুলিশের অনুমতি ছাড়াই নগরীর গণকপাড়া মোড়ে রাস্তার ওপরে অবস্থান কর্মসূচি পালন করায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ পাঁচজনকে আটক করা হয়েছে। উপপুলিশ কমিশনার রফিকুল আলম জানান, আটককৃতরা বেআইনিভাবে সমাবেশ করছিলেন। এতে জনদুর্ভোগ সৃষ্টি হয়। তাই তাদের আটক করা হয়েছে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

রাজশাহীতে বিএনপির ৫ নেতাকর্মী আটক

আপডেট সময় ০৭:১৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩

রাজশাহী নগরীর গণকপাড়া এলাকায় অবস্থান কর্মসূচি থেকে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১ এপ্রিল) রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে একই দিন বিকেল ৪টায় ওই এলাকা থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব ও সহকারী অধ্যাপক মোজাফফর হোসেন, চারঘাট উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি কামরুজ্জামান মৃধা, শলুয়া ডিগ্রি কলেজের শিক্ষক এমদাদুল হক ও বাঘা উপজেলার হরিরামপুর এলাকার স্বপন। জানা গেছে, শনিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার মুক্তি, নিত্যপণ্যের মূল্যহ্রাস ও ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হচ্ছিল।

এ সময় পুলিশের অনুমতি ছাড়াই নগরীর গণকপাড়া মোড়ে রাস্তার ওপরে অবস্থান কর্মসূচি পালন করায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ পাঁচজনকে আটক করা হয়েছে। উপপুলিশ কমিশনার রফিকুল আলম জানান, আটককৃতরা বেআইনিভাবে সমাবেশ করছিলেন। এতে জনদুর্ভোগ সৃষ্টি হয়। তাই তাদের আটক করা হয়েছে।