১১:১৩ অপরাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫
গত ৩১ অগাস্ট ধানমন্ডি ২৭ নম্বর রোডে আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীদের মিছিলের ঘটনায় তুহিনকে গ্রেপ্তার করা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা তুহিন রিমান্ডে

মোহাম্মদ আলিমুজ্জামান - বিশেষ প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০৭:১৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • / ৩৯ বার পড়া হয়েছে

আদালতে এস এম তৌহিদ আল হোসেন তুহিন

 

ঢাকার ধানমন্ডি থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার নিষিদ্ধ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেন তুহিনকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

ঢাকার মহানগর হাকিম মো. মাহবুবুর রহমান রোববার শুনানি নিয়ে রিমান্ডের আদেশ দেন।

গত ৩ সেপ্টেম্বর ধানমন্ডির বাসা থেকে তুহিনকে গ্রেপ্তার করে পুলিশ। ওইদিন জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

পরদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. আখতার মোর্শেদ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য রোববার দিন ধার্য করেন।

সে অনুযায়ী, তুহিনকে রোববার আদালতে হাজির করা হয়। তার আইনজীবী মোহাম্মদ কামরুল হোসেন রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করেন।

শুনানি নিয়ে আদালত তাকে দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বলে অ্যাডভোকেট কামরুল হোসেন জানান।

মামলার বিবরণে বলা হয়, আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীরা গত ৩১ অগাস্ট ধানমন্ডি ২৭ নম্বর রোডে “অন্তবর্তীকালীন সরকারের তথা রাষ্ট্র ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ক্ষতিসাধনের লক্ষ্যে মিথ্যা অপপ্রচারের উদ্দেশ্যে জনগণের সম্মুখে বিভিন্ন ধরনের স্লোগান ও বিস্ফোরক জাতীয় দ্রব্য ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন।”

ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি দায়ের করে।

 

 

মোহাম্মদ আলিমুজ্জামান – বিশেষ প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

গত ৩১ অগাস্ট ধানমন্ডি ২৭ নম্বর রোডে আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীদের মিছিলের ঘটনায় তুহিনকে গ্রেপ্তার করা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা তুহিন রিমান্ডে

আপডেট সময় ০৭:১৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

 

ঢাকার ধানমন্ডি থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার নিষিদ্ধ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেন তুহিনকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

ঢাকার মহানগর হাকিম মো. মাহবুবুর রহমান রোববার শুনানি নিয়ে রিমান্ডের আদেশ দেন।

গত ৩ সেপ্টেম্বর ধানমন্ডির বাসা থেকে তুহিনকে গ্রেপ্তার করে পুলিশ। ওইদিন জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

পরদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. আখতার মোর্শেদ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য রোববার দিন ধার্য করেন।

সে অনুযায়ী, তুহিনকে রোববার আদালতে হাজির করা হয়। তার আইনজীবী মোহাম্মদ কামরুল হোসেন রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করেন।

শুনানি নিয়ে আদালত তাকে দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বলে অ্যাডভোকেট কামরুল হোসেন জানান।

মামলার বিবরণে বলা হয়, আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীরা গত ৩১ অগাস্ট ধানমন্ডি ২৭ নম্বর রোডে “অন্তবর্তীকালীন সরকারের তথা রাষ্ট্র ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ক্ষতিসাধনের লক্ষ্যে মিথ্যা অপপ্রচারের উদ্দেশ্যে জনগণের সম্মুখে বিভিন্ন ধরনের স্লোগান ও বিস্ফোরক জাতীয় দ্রব্য ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন।”

ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি দায়ের করে।

 

 

মোহাম্মদ আলিমুজ্জামান – বিশেষ প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম