০৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
সেপ্টেম্বরের ৪ তারিখ থেকে ওটিটিতে দেখা যাবে 'ইনসাফ' সিনেমা।

রাজ-ফারিণের ‘ইনসাফ’ দেখা যাবে ঘরে বসে

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০১:৩৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / ২৬ বার পড়া হয়েছে

ইনসাফ' সিনেমার পোস্টার। ছবি: চরকির ফেইসবুক থেকে নেওয়া।

 

কোরবানির ঈদে মুক্তি পাওয়া সঞ্জয় সমদ্দারের ‘ইনসাফ’ সিনেমাটি এবার দেখা যাবে ঘরে বসে।

ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে সিনেমাটি; সেপ্টেম্বরের ৪ তারিখ থেকে দেখা যাবে ‘ইনসাফ’।

ফেইসবুকে এক পোস্টে চরকি বলছে, “আর নয় অন্যায়-অবিচার-জুলুম, আসছে ‘ইনসাফ’। চরকিতে, শরিফুল রাজ, তাসনিয়া ফারিণ, মোশাররফ করিমের অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ইনসাফের’ জন্য তৈরি থাকুন।”

 

 

‘ইনসাফ’ সিনেমার চিত্রনাট্যে দেখা গেছে, ঢাকা শহরের এক সময়ের ত্রাস ‘ডন ইউসুফের’ খোঁজ নেই পাঁচ বছর ধরে। তাকে খুঁজে বের করতে মাঠে নামেন জাহান নামের এক পুলিশ অফিসার।

তদন্তে নেমে তিনি জানতে পারেন, ইউসুফ গা ঢাকা দিয়ে রয়েছেন সিলেটে। তিনি সিলেটে গিয়ে ইউসুফের সঙ্গে চেহারার হুবহু মিল পান লাবু মাস্টার নামের এক ব্যক্তির সঙ্গে। সহজ সরল স্বভাবের লাবু মাস্টার কী আসলেই ইউসুফ? সেই রহস্য ভেদ করতে‌ করতেই এগিয়ে যায় সিনেমার গল্প।

অ্যাকশন থ্রিলার গল্পের এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ। এই অভিনেতাকে দেখা গেছে ডন ইউসুফ চরিত্র ও লাবু মাস্টারের দুই চরিত্রে।

সিনেমার এক গুরুত্বপূর্ণ অতিথি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। আরও আছেন তাসনিয়া ফারিণ ও মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগরসহ অনেকে।

‘ইনসাফের’ গল্প ও চিত্রনাট্য লিখছেন নাজিম উদ দৌলা; তিতাস কথাচিত্র ও টিওটি ফিল্মস ছিল প্রযোজনার দায়িত্বে।

 

 

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

সেপ্টেম্বরের ৪ তারিখ থেকে ওটিটিতে দেখা যাবে 'ইনসাফ' সিনেমা।

রাজ-ফারিণের ‘ইনসাফ’ দেখা যাবে ঘরে বসে

আপডেট সময় ০১:৩৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

 

কোরবানির ঈদে মুক্তি পাওয়া সঞ্জয় সমদ্দারের ‘ইনসাফ’ সিনেমাটি এবার দেখা যাবে ঘরে বসে।

ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে সিনেমাটি; সেপ্টেম্বরের ৪ তারিখ থেকে দেখা যাবে ‘ইনসাফ’।

ফেইসবুকে এক পোস্টে চরকি বলছে, “আর নয় অন্যায়-অবিচার-জুলুম, আসছে ‘ইনসাফ’। চরকিতে, শরিফুল রাজ, তাসনিয়া ফারিণ, মোশাররফ করিমের অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ইনসাফের’ জন্য তৈরি থাকুন।”

 

 

‘ইনসাফ’ সিনেমার চিত্রনাট্যে দেখা গেছে, ঢাকা শহরের এক সময়ের ত্রাস ‘ডন ইউসুফের’ খোঁজ নেই পাঁচ বছর ধরে। তাকে খুঁজে বের করতে মাঠে নামেন জাহান নামের এক পুলিশ অফিসার।

তদন্তে নেমে তিনি জানতে পারেন, ইউসুফ গা ঢাকা দিয়ে রয়েছেন সিলেটে। তিনি সিলেটে গিয়ে ইউসুফের সঙ্গে চেহারার হুবহু মিল পান লাবু মাস্টার নামের এক ব্যক্তির সঙ্গে। সহজ সরল স্বভাবের লাবু মাস্টার কী আসলেই ইউসুফ? সেই রহস্য ভেদ করতে‌ করতেই এগিয়ে যায় সিনেমার গল্প।

অ্যাকশন থ্রিলার গল্পের এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ। এই অভিনেতাকে দেখা গেছে ডন ইউসুফ চরিত্র ও লাবু মাস্টারের দুই চরিত্রে।

সিনেমার এক গুরুত্বপূর্ণ অতিথি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। আরও আছেন তাসনিয়া ফারিণ ও মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগরসহ অনেকে।

‘ইনসাফের’ গল্প ও চিত্রনাট্য লিখছেন নাজিম উদ দৌলা; তিতাস কথাচিত্র ও টিওটি ফিল্মস ছিল প্রযোজনার দায়িত্বে।

 

 

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম