টিম সাউদিকে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট এখন আফগানিস্তান অধিনায়কের।
রাশিদ খানের কীর্তি গড়ার দিনে আফগানিস্তানের সহজ জয়

- আপডেট সময় ০৪:৪৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / ২৪ বার পড়া হয়েছে

সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের প্রথম জয় পেয়েছে আফগানিস্তান। ছবি: আফগানিস্তান ক্রিকেট
বড় রান তাড়ায় সংযুক্ত আরব আমিরাতকে উড়ন্ত সূচনা এনে দিলেন অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম। কিন্তু তার দেখানো পথ ধরে এগিয়ে যেতে পারলেন না আর কেউই। অন্য দিকে অধিনায়ক রাশিদ খানের রেকর্ড গড়ার দিনে এগিয়ে আফগানিস্তানের অন্য বোলাররাও। তাতে বড় জয়ই পেল সফরকারীরা।
সংযুক্ত আরব আমিরাত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ৩৮ রানে জিতেছে আফগানিস্তান। ১৮৯ রানের লক্ষ্য দিয়ে স্বাগতিকদের ১৫০ রানে থামিয়েছে তারা।
দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল পাকিস্তানের বিপক্ষে। এই জয়ে ফাইনালের সম্ভাবনায় একটু এগিয়ে গেল রাশিদের দল। ২১ রানে ৩ উইকেট নিয়ে এতে বড় ভূমিকা রাখেন এই লেগ স্পিনার। অবদান কম নয় শরাফউদ্দিন আশরাফেরও। ওয়াসিম-ঝড় থামানো এই বাঁহাতি স্পিনার ২৪ রানে নেন ৩ উইকেট।
ধ্রুব পারাশারকে বিদায় করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় সবাইকে ছাড়িয়ে যান রাশিদ। ৯৮ ম্যাচে তার উইকেট এখন ১৬৫টি। ১২৬ ম্যাচে ১৬৪ উইকেট নিয়ে এতো দিন চূড়ায় ছিলেন নিউ জিল্যান্ডের পেসার টিম সাউদি।
১৫০ উইকেট নিয়ে তিনে আছেন কিউই রিস্ট স্পিনার ইশ সোধি। পরের দুটি স্থানে বাংলাদেশের সাকিব আল হাসান (১৪৯) ও মুস্তাফিজুর রহমান (১৪২)।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সোমবার টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই রাহমানউল্লাহ গুরবাজকে হারায় আফগানিস্তান।
দ্বিতীয় উইকেটে ৮৪ রানের জুটিতে প্রতিরোধ গড়েন সেদিকউল্লাহ ও ইব্রাহিম। শুরুতে একটু সাবধানী ছিলেন দুই ব্যাটসম্যান। পাওয়ার প্লের ৬ ওভারে আসে ৪৩। ১০ ওভারে আফগানদের সংগ্রহ ছিল ১ উইকেটে ৭৪।
শেষ ১০ ওভারে ১১৪ রান তুলে আরব আমিরাতকে বড় লক্ষ্য দেয় সফরকারীরা। ৩৭ বলে পঞ্চাশ ছুঁয়ে বেশিদূর যেতে পারেননি সেদিকউল্লাহ। এই ওপেনারের ৪০ বলে খেলা ৫৪ রানের ইনিংস গড়া তিন ছক্কা ও চারটি চারে।
দারবিশ রাসুলির পর দ্রুত ফিরতে পারতেন আজমাতউল্লাহ ওমারজাইও। কিন্তু ২ রানে তার ক্যাচ নিতে পারেননি ফিল্ডার। দুই ছক্কায় ১২ বলে ওমারজাই অপরাজিত থাকেন ২০ রানে।
এর আগে ৪০ বলে চার ছক্কা ও তিন চারে ৬৩ রান করে ফেরেন তিনে নামা ইব্রাহিম।
শেষ দিকে তাণ্ডব চালান করিম জানাত। এই পেস বোলিং অলরাউন্ডার ১০ বলে দুটি করে ছক্কা ও চারে করেন ২৩ রান।
রান তাড়ায় বলতে গেলে দলকে একাই টানেন ওয়াসিম। তার বিস্ফোরক ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ১ উইকেটে ৬৬ রান করে ফেলে আরব আমিরাত।
২৫ বলে পঞ্চাশ ছুঁয়ে বেশিদূর যেতে পারেননি ওয়াসিম। বাঁহাতি স্পিনার আশরাফের বলে মুজিবকে ক্যাচ দিয়ে শেষ হয় তার ঝড়ো ইনিংস। আরব আমিরাত অধিনায়কের ৩৭ বলে খেলা ৬৭ রানের ইনিংস গড়া ছয় ছক্কা ও চারটি চারে। অর্থাৎ তার ৬০ রানই আসে বাউন্ডারি থেকে।
এরপর আর তেমন একটা লড়াই করতে পারেনি স্বাগতিকরা। চারে নেমে ৩৫ বলে অপরাজিত ৫২ রানের ইনিংসে পরাজয়ের ব্যবধান কিছুটা কমান রাহুল চোপড়া। নিয়মিত উইকেট পতনের মধ্যে এক প্রান্ত আগলে রাখেন এই কিপার-ব্যাটসম্যান। তেমন একটা ঝুঁকি নেননি তিনি। ম্যাচের শেষ বলের ছক্কায় স্পর্শ করেন পঞ্চাশ।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ২০ ওভারে ১৮৮/৪ (গুরবাজ ৭, সেদিকউল্লাহ ৫৪, ইব্রাহিম ৬৩, রাসুলি ১০, ওমারজাই ২০, কারিম ২৩; জুনাইদ ৪-০-৩৪-০, রোহিদ ৪-০-৩৪-২, হায়দার ৪-০-২৮-০, সাগির ৪-০-৫২-২, ধ্রুব ৩-০-৩০-০, হার্শিত ১-০-৮-০)
সংযুক্ত আরব আমিরাত: ২০ ওভারে ১৫০/৮ (জোহাইব ৭, ওয়াসিম ৬৭, ডি’সুজা ১২, রাহুল ৫২, আসিফ ১, কৌশিক ৪, ধ্রুব ১, সাগির ০, হায়দার ২, জুনাইদ ১; মুজিব ৪-০-৩৬-০, ফারুকি ৩-০-২৪-১, আশরাফ ৪-০-২৪-৩, ওমারজাই ৩-০-৩৬-০, রাশিদ ৪-০-২১-৩, নাবি ২-০-৯-১)
স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম