০৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
প্রশান্ত মহাসাগরের বিস্তৃত এলাকাজুড়ে জারি করা হয়েছে সতর্কতা; অনেক এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে।

রাশিয়ায় ৮.৮ মাত্রার ভূমিকম্পের পর জাপানে সুনামি, বড় এলাকাজুড়ে সতর্কতা

মিজানুর রহমান খান - বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ১১:০৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • / ৫১ বার পড়া হয়েছে

রাশিয়ার কামচাটকা উপকূলে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি স্কুল ভবন। ছবি: রয়টার্স।

 

রাশিয়ার দূর প্রাচ্যের কামচাটকা উপকূলে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর প্রায় চার মিটার উচ্চতার সুনামির প্রথম ঢেউ উত্তর জাপানের হোক্কাইডোতে আঘাত হেনেছে।

রয়টার্স জানিয়েছে, প্রশান্ত মহাসাগরের বিস্তৃত এলাকাজুড়ে জারি করা হয়েছে সতর্কতা; অনেক এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহর থেকে ১১৯ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে, ভূপৃষ্ঠ থেকে ১৯.৩ কিলোমিটার গভীরে।

শুরুতে মাত্রা ৮ বলা হলেও পরে তা সংশোধন করে ৮.৮ করা হয়। এরপর ৬.৯ মাত্রার একটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়।

কামচাটকার গভর্নর ভ্লাদিমির সলোদভ টেলিগ্রামে দেওয়া এক ভিডিও বার্তায় বলেছেন, “আজকের ভূমিকম্প ছিল ভয়াবহ, গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী।”

রাশিয়ার দুর্গম ওই অঞ্চলে বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আঞ্চলিক জরুরি ব্যবস্থাপনা মন্ত্রী সের্গেই লেবেদেভ জানিয়েছেন, কামচাটকার কিছু অংশে ৩ থেকে ৪ মিটার উচ্চতার সুনামি রেকর্ড করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের উপকূল থেকে দূরে সরে যেতে বলা হয়েছে।

সুনামির প্রথম ঢেউ আঘাত হানে জাপানের হোক্কাইডো উপকূলে। সেই ঢেউয়ের উচ্চতা ছিল প্রায় ৩০ সেন্টিমিটার (১২ ইঞ্চি)। হোক্কাইডোর উত্তর-পূর্বাঞ্চলের বন্দরনগরী নেমুরোয় পৌঁছায় সেই ঢেউ।

উত্তর হোক্কাইডো দ্বীপের কারখানা কর্মী ও স্থানীয় বাসিন্দাদের সমুদ্রতীরবর্তী পাহাড়ে আশ্রয় নিতে দেখা গেছে টিবিএস টেলিভিশনে প্রচারিত ভিডিওতে।

 

বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

প্রশান্ত মহাসাগরের বিস্তৃত এলাকাজুড়ে জারি করা হয়েছে সতর্কতা; অনেক এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে।

রাশিয়ায় ৮.৮ মাত্রার ভূমিকম্পের পর জাপানে সুনামি, বড় এলাকাজুড়ে সতর্কতা

আপডেট সময় ১১:০৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

 

রাশিয়ার দূর প্রাচ্যের কামচাটকা উপকূলে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর প্রায় চার মিটার উচ্চতার সুনামির প্রথম ঢেউ উত্তর জাপানের হোক্কাইডোতে আঘাত হেনেছে।

রয়টার্স জানিয়েছে, প্রশান্ত মহাসাগরের বিস্তৃত এলাকাজুড়ে জারি করা হয়েছে সতর্কতা; অনেক এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহর থেকে ১১৯ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে, ভূপৃষ্ঠ থেকে ১৯.৩ কিলোমিটার গভীরে।

শুরুতে মাত্রা ৮ বলা হলেও পরে তা সংশোধন করে ৮.৮ করা হয়। এরপর ৬.৯ মাত্রার একটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়।

কামচাটকার গভর্নর ভ্লাদিমির সলোদভ টেলিগ্রামে দেওয়া এক ভিডিও বার্তায় বলেছেন, “আজকের ভূমিকম্প ছিল ভয়াবহ, গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী।”

রাশিয়ার দুর্গম ওই অঞ্চলে বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আঞ্চলিক জরুরি ব্যবস্থাপনা মন্ত্রী সের্গেই লেবেদেভ জানিয়েছেন, কামচাটকার কিছু অংশে ৩ থেকে ৪ মিটার উচ্চতার সুনামি রেকর্ড করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের উপকূল থেকে দূরে সরে যেতে বলা হয়েছে।

সুনামির প্রথম ঢেউ আঘাত হানে জাপানের হোক্কাইডো উপকূলে। সেই ঢেউয়ের উচ্চতা ছিল প্রায় ৩০ সেন্টিমিটার (১২ ইঞ্চি)। হোক্কাইডোর উত্তর-পূর্বাঞ্চলের বন্দরনগরী নেমুরোয় পৌঁছায় সেই ঢেউ।

উত্তর হোক্কাইডো দ্বীপের কারখানা কর্মী ও স্থানীয় বাসিন্দাদের সমুদ্রতীরবর্তী পাহাড়ে আশ্রয় নিতে দেখা গেছে টিবিএস টেলিভিশনে প্রচারিত ভিডিওতে।

 

বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম