রাশিয়ার পক্ষ নিয়ে ইউক্রেইনের বিরুদ্ধে লড়া উত্তর কোরিয়ার সেনাদের প্রকাশ্যেই সম্মান ও শ্রদ্ধা নিবেদন করে মস্কোকে মদতের বিরল প্রকাশ্য স্বীকারোক্তি দিলেন নেতা কিম জং উন।
রাশিয়ার হয়ে লড়া উত্তর কোরীয় সেনাদের সম্মান জানালেন: উত্তর কোরিয়ার নেতা কিম জং উন

- আপডেট সময় ০১:৪০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
- / ২৫ বার পড়া হয়েছে
ইউক্রেইন সরকারের পক্ষ থেকে রাশিয়াকে সেনা পাঠিয়ে উত্তর কোরিয়ার মদতের অভিযোগ করা হয়েছিল অনেকবারই। এই প্রথম যেন আনুষ্ঠানিক ভাবে তা স্বীকার করে নিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।
রাশিয়ার হয়ে ইউক্রেইনের বিরুদ্ধে লড়াই করা উত্তর কোরীয় সেনাদের প্রকাশ্যেই প্রশংসা করলেন এবং সম্মান ও শ্রদ্ধা জানালেন তিনি। শুক্রবার রাজধানী পিয়ংইয়ংয়ে এক অনুষ্ঠানে কিম নিজ দেশের সেনাদের ‘নায়কোচিত’ ত্যাগের প্রশংসা করেছেন।
রাশিয়ার হয়ে যুদ্ধ করে ফেরত আসা সেনাদের তিনি পদকে ভূষিত করেছেন এবং নিহতদের সন্তানদের জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়েছেন বলে জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ।
সংবাদমাধ্যমটিতে প্রকাশিত ছবিতে দেখা গেছে, কিম জং উন ইউক্রেইনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত সেনাদের প্রতিকৃতির সামনে শ্রদ্ধাবনত হয়ে আছেন, যুদ্ধ থেকে বেঁচে ফেরা একজনকে জড়িয়ে ধরছেন।
ছবিতে নিহত সেনাদের প্রতিকৃতিতে পদকও লাগিয়ে দিতে দেখা যায় কিমকে। আর বেঁচে ফেরা সেনাদেরকে সান্ত্বনা দিতে দেখা যায় তাকে।
কিম সেনাদের প্রশংসা করে বলেন, “বিদেশের মাটিতে লড়াই নির্দ্বিধায় প্রমাণ করেছে বীরোচিত কোরীয় সেনাদের শক্তি। কুরস্ক মুক্তির লড়াই প্রমাণ করেছে সেই বীরদের অদম্য মানসিকতা।”
নিহত সেনাদের নাম ও ছবি ঝোলানো দেয়ালের সামনে কিম জং-উন তাদের অশ্রুসজল সন্তানদের বুকে টেনে ধরেছেন, কেউ কেউ কিমকে জড়িয়ে ধরেছিলেন।
সেনা কমান্ডারদের সঙ্গে কিম বেঁচে ফেরা সেনাদের সম্মানে একটি কনসার্টে অংশ নেন এবং নিহত সেনাদের পরিবারদের সঙ্গে ভোজেও উপস্থিত ছিলেন তিনি।
কিম সেনার এই মিশনকে আখ্যা দেন “বিজয়ের পূর্ণ সমাপ্তি” হিসেবে। তবে এর মাধ্যমে রাশিয়া থেকে উত্তর কোরীয় সেনাদের ফিরিয়ে নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে পরিষ্কার কিছু বলা হয়নি।
দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে দেশটির সংসদ সদস্যরা গত এপ্রিলে জানিয়েছিলেন, রাশিয়ায় পাঠানো ১৫ হাজার উত্তর কোরীয় সেনার মধ্যে অন্তত ৬০০ জন নিহত হয়েছে।
দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা বলছেন, উত্তর কোরিয়া আবারও নতুন করে সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলেই তাদের ধারণা।
শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন কুরস্ক সীমান্ত এলাকায় লড়াই করা উত্তর কোরীয় সেনাদের ভিডিও প্রচার করেছে। তাতে নিহত সেনাদের নাম ও বয়সসহ মৃত্যুর বিবরণ তুলে ধরা হয়।
আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম