রাষ্ট্রদূতরা অর্থ দিয়ে অতিরিক্ত নিরাপত্তা নিতে পারবেন : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় ১০:০৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
- / ১০৪ বার পড়া হয়েছে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বাংলাদেশে নিযুক্ত কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। তবে তারা চাইলেই অর্থ পরিশোধের মাধ্যমে সেটি নিতে পারবেন।
বুধবার (১৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আমাদের দেশে যখন জঙ্গি উত্থান হয়েছিল, তখন চারটি দূতাবাসকে আমরা রুট প্রটেকশন দিতাম। এটা লিখিতভাবে দেওয়া হয়নি কিংবা তারাও আমাদের অনুরোধ করেনি। আমরাই তাদের দিয়েছিলাম, যাতে করে তারা কোনো অসুবিধায় না পড়েন।
এই চারটির বাইরে আমরা কাউকেই প্রটেকশন দেইনি। আমরা মনে করি এখন আর সেই পরিস্থিতি নেই। সে জন্যই রুট প্রটেকশনটা আমরা উঠিয়ে নিয়েছি। তারপরও যদি কোনো রাষ্ট্রদূত মনে করেন তাদের প্রয়োজন হবে, তাহলে নতুন করে আমরা যে আনসার গার্ড রেজিমেন্ট তৈরি করেছি সেই গার্ড রেজিমেন্টই এ প্রটেকশনের দায়িত্বে থাকবে। এটা অন পেমেন্ট হবে। তাদের যে খরচ সেই খরচ সেই দূতাবাসকে দিতে হবে এবং সে অনুযায়ী আমরা তাদের ব্যবস্থা করব।
মন্ত্রী বলেন, এখন যার যার প্রটেকশনের প্রয়োজন হবে জানাবে। আমি আবারও বলছি- প্রত্যেকটা দূতাবাসেই আমাদের পুলিশের প্রটেকশন রয়েছে। তাদের সিকিউরিটির জন্য এবং যেসব রাষ্ট্রদূতের কথা বললাম তাদের জন্য গানম্যানও রয়েছে। সব ধরনের প্রটেকশন রয়েছে। শুধুমাত্র সড়কে যে প্রটেকশন দিতাম সেটা উইথড্রো করেছি। তিনি আরও বলেন, পর্যায়ক্রমে মন্ত্রী ও ভিআইপিদের নিরাপত্তার জন্যও আমরা আনসার গার্ড রেজিমেন্ট দেব।