সাতজন হলেন— জয়নুল আবেদীন, প্রবীর নিয়োগী, মাহবুব উদ্দিন খোকন, শাহদীন মালিক, আহসানুল করিম, মোস্তাফিজুর রহমান খান ও জ্যোর্তিময় বড়ুয়া।
রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মতামত দেবেন ৭ অ্যামিকাস কিউরি

- আপডেট সময় ১০:০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
- / ৪৫ বার পড়া হয়েছে
রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন, স্পিকার নাকি প্রধান বিচারপতি— সে বিষয়ে মতামত জানতে সাত অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছে হাই কোর্ট।
বৃহস্পতিবার এ বিষয়ক এক রিট আবেদনের শুনানিতে বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের বেঞ্চ এ আদেশ দেয়।
সাত অ্যামিকাস কিউরি হলেন—জয়নুল আবেদীন, প্রবীর নিয়োগী, মাহবুব উদ্দিন খোকন, শাহদীন মালিক, আহসানুল করিম, মোস্তাফিজুর রহমান খান ও জ্যোর্তিময় বড়ুয়া।
রুলের ওপর পরবর্তী শুনানির জন্য আগামী ২৬ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ওমর ফারুক।
রাষ্ট্রপতিকে দেশের প্রধান বিচারপতি শপথ পাঠ করানোসংক্রান্ত বাহাত্তরের সংবিধানের বিধান পুনর্বহালে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশনা চেয়ে গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী গত ১০ মার্চ রিট আবেদনটি করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে ১১ মার্চ হাই কোর্ট রুল দেয়।
ওইদিন ওমর ফারুক বলেছিলেন, “বাংলাদেশের প্রথম সংবিধানে রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির শপথ পড়ানোর বিধান ছিল। পরবর্তী সময়ে সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানোর বিধান সংযুক্ত করা হয়।
“আমরা রিটে চেয়েছি রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে যেমন শপথ পড়াবেন। তেমনই রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি শপথ পড়াবেন।”
সাবরিনা জাহান- বিশেষ প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম