ইস্টার্ন ব্যাংক ও মাস্টারকার্ডের বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজ করা হয়।
রিটার্ন দাখিলের শর্ত না থাকায় বাড়বে ক্রেডিট কার্ডের ব্যবহার: বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর

- আপডেট সময় ০৭:০৭:১৩ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে

ক্রেডিট কার্ড নেওয়ার ক্ষেত্রে আয়কর বিবরণী বা রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা উঠে যাওয়ায় এর ব্যবহার বাড়বে বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
ক্রেডিট কার্ড নেওয়ার ক্ষেত্রে আয়কর বিবরণী বা রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা উঠে যাওয়ায় এর ব্যবহার বাড়বে বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
শনিবার ৫ জুলাই সন্ধ্যায় ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন, “এনবিআরের সঙ্গে কাজ করে আমরা এমন কিছু বাধা দূর করতে পেরেছি, যেগুলো কার্ড নেওয়ার ক্ষেত্রে লাগত। যেমন— কর বিভাগের নিবন্ধন, টিআইএন নম্বর ও কর ফাইল জমা দেওয়ার প্রমাণ দেখাতে হত।
“আমরা মনে করেছি, এসব শর্ত ‘অপ্রয়োজনীয়’ এবং এগুলো আর্থিক অন্তর্ভুক্তিকে বাধাগ্রস্ত করার পাশাপাশি ক্রেডিট কার্ড ব্যবহারের সম্ভাবনাকে সীমিত করে।”
তিনি বলেন, “এখন সেসব শর্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং আমরা বিশ্বাস করি, এতে দেশে ক্রেডিট কার্ড ব্যবহারের হার বাড়বে।”
ইস্টার্ন ব্যাংক ও মাস্টারকার্ডের যৌথ উদ্যোগে বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ডের উদ্বোধন উপলক্ষে ঢাকার একটি হোটেলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
গভর্নর বলেন, “ডিজিটাল পেমেন্ট এবং অন্যান্য ক্ষেত্রে দেশে অনেক উদ্যো নেওয়ার রয়েছে। আশা করি অল্প সময়ের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টধারীরা অনেক বড় পরিসরে ক্রেডিট কার্ড সুবিধা ভোগ করতে পারবেন।
“দেশে নগদ টাকার চাহিদা এখনও প্রতি বছর দ্বি-অঙ্কের হারে বাড়ছে, যা আমাদের কাঙ্ক্ষিত নয়।”
উদাহরণ হিসেবে বলেন, “যেমন, গত ঈদে নগদের অতিরিক্ত চাহিদা বেড়ে হয়েছিল ৩৫ হাজার কোটি টাকা, যেখানে আগের বছর ছিল ৩০ হাজার কোটি টাকা।
“মানে এক বছরে ৫ হাজার কোটি টাকার বাড়তি চাহিদা – প্রায় ১৫ শতাংশ বৃদ্ধি। এটা আমরা চাই না।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়াংসিক, নরওয়ের চার্জ দা অ্যাফেয়ার্স ফ্রেডরিক কার্লসরাজ, ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, মাস্টারকার্ড দক্ষিণ এশিয়ার প্রোডাক্ট অ্যান্ড সল্যুশনস বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রবি ভার্মা দাতলা ও মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল।
ইবিএল বলছে, নতুন এ কার্ডে সর্বাধুনিক বায়োমেট্রিক প্রযুক্তি ব্যবহারের ফলে গ্রাহকরা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেই নিরাপদ লেনদেন করতে পারবেন। পিন বা সই করার প্রয়োজন হবে না।
কার্ডধারীদের জন্য থাকছে নির্ধারিত হোটেলে ফ্রি রাত্রিযাপন, অভিজাত রেস্তোরাঁয় ফ্রি খাবার, ৪৬টির বেশি গলফ ক্লাবে প্রবেশাধিকার, গ্লোবাল রোমিং ও ১৩ শতাধিক বিমানবন্দরের লাউঞ্জে প্রবেশাধিকারের মতো সুবিধা।
নিউজ ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম