০৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

র‍্যাব ডিজি ও ডিএমপি কমিশনারের পদমর্যাদা উন্নীত হলো

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ১০:০৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩
  • / ১২৮ বার পড়া হয়েছে

র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের পদমর্যাদা বাড়ানো হয়েছে।মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই দুই উচ্চ কর্মকর্তাকে গ্রেড-১ পদমর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি হয়।

এম খুরশীদ হোসেন গত বছরের ৩০ সেপ্টেম্বর র‍্যাবের নবম মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ১২তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। গোপালগঞ্জের কাশিয়ানীতে খুরশীদের জন্ম। ১৯৯১ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরিতে যোগদানের পর তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। জঙ্গিবাদ, চরমপন্থি ও অন্যান্য অপরাধ দমনে অগ্রণী ভূমিকা রেখেছেন তিনি।

অপরদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার খন্দকার গোলাম ফারুক পুলিশের ১২তম বিসিএস কর্মকর্তা। তাকে ২০২০ সালের ৯ নভেম্বর অতিরিক্ত আইজিপি গ্রেড-২ পদে পদায়ন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে তিনি সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, রংপুর রেঞ্জের ডিআইজি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ঝালকাঠি ও ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। তার জন্ম ১৯৬৪ সালে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ঘাটানদি গ্রামে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

র‍্যাব ডিজি ও ডিএমপি কমিশনারের পদমর্যাদা উন্নীত হলো

আপডেট সময় ১০:০৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩

র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের পদমর্যাদা বাড়ানো হয়েছে।মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই দুই উচ্চ কর্মকর্তাকে গ্রেড-১ পদমর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি হয়।

এম খুরশীদ হোসেন গত বছরের ৩০ সেপ্টেম্বর র‍্যাবের নবম মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ১২তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। গোপালগঞ্জের কাশিয়ানীতে খুরশীদের জন্ম। ১৯৯১ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরিতে যোগদানের পর তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। জঙ্গিবাদ, চরমপন্থি ও অন্যান্য অপরাধ দমনে অগ্রণী ভূমিকা রেখেছেন তিনি।

অপরদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার খন্দকার গোলাম ফারুক পুলিশের ১২তম বিসিএস কর্মকর্তা। তাকে ২০২০ সালের ৯ নভেম্বর অতিরিক্ত আইজিপি গ্রেড-২ পদে পদায়ন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে তিনি সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, রংপুর রেঞ্জের ডিআইজি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ঝালকাঠি ও ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। তার জন্ম ১৯৬৪ সালে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ঘাটানদি গ্রামে।