প্রস্তাবিত এ বেতন প্যাকেজটি অনুমোদিত হলে তা হবে কর্পোরেট ইতিহাসের সবচেয়ে বড় বেতন প্যাকেজ।
লক্ষ্য পূরণ করলে মাস্ককে ট্রিলিয়ন ডলার দেবে টেসলা

- আপডেট সময় ১২:১৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / ৩২ বার পড়া হয়েছে

এ বছরের শুরুতে মাস্কের জন্য প্রায় দুই হাজার নয়শ কোটি ডলারের অস্থায়ী এক বেতন প্যাকেজ অনুমোদন করেছে টেসলার পরিচালনা পর্ষদ। ছবি: রয়টার্স
নতুন এক বেতন প্যাকেজ প্রস্তাব করেছে টেসলার পরিচালনা পর্ষদ, যেখানে নির্দিষ্ট লক্ষ্যগুলো পূরণ করতে পারলে প্রায় এক ট্রিলিয়ন ডলার পেতে পারেন কোম্পানিটির সিইও ইলন মাস্ক।
প্রস্তাবিত এ বেতন প্যাকেজটি অনুমোদিত হলে তা হবে কর্পোরেট ইতিহাসের সবচেয়ে বড় বেতন প্যাকেজ। টেসলা বিশ্বাস করে, মাস্ক কোম্পানিটিকে গাড়ি নির্মাতা থেকে প্রযুক্তিনির্ভর এক শক্তিশালী কোম্পানিতে রূপান্তর করতে পারবেন– এ বেতন প্যাকেজ তারই প্রতিফলন বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
এক ট্রিলিয়ন ডলারের প্যাকেজ পেতে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ককে টেসলার আয়ের একটি পরিসংখ্যান ২৪ গুণ বাড়াতে, ১০ লাখ রোবোট্যাক্সি বাজারে চালু, ১০ লাখ কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট বিক্রি এবং আরও এক কোটি ২০ লাখ টেসলা গাড়ি বিক্রি করতে হবে।
বিনিয়োগকারীদের এ বেতন প্যাকেজের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ।
এ পরিকল্পনার অধীনে মাস্ক কোনও বেতন বা বোনাস পাবেন না। তার লাভ হবে কেবল তখনই যখন টেসলার মূল্য আট গুণেরও বেশি বৃদ্ধি পাবে এবং সঙ্গে আরও কিছু কঠিন লক্ষ্য পূরণ করতে পারবেন তিনি।
এ পরিকল্পনাটি কিছু বড় লক্ষ্য অর্জনের সঙ্গে জড়িত থাকবে বলে ধারণা করা হচ্ছে। যার মধ্যে রয়েছে, কোম্পানিটির কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইনির্ভর বিভিন্ন পণ্যের উন্নয়ন এবং স্বয়ংক্রিয়ভাবে চলতে পারে এমন সিস্টেম বা প্রযুক্তির অগ্রগতি।
এ ছাড়াও, এ বছরের শুরুতে মাস্কের জন্য প্রায় দুই হাজার নয়শ কোটি ডলারের অস্থায়ী এক বেতন প্যাকেজ অনুমোদন করেছে মার্কিন এই বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা টেসলার পরিচালনা পর্ষদ।
এ বেতন প্যাকেজটি স্টক বা শেয়ার আকারে দেওয়া হবে এবং এর মাধ্যমে মাস্ককে অন্তত ২০৩০ সাল পর্যন্ত কোম্পানির নেতৃত্বে রাখবে টেসলা। বর্তমানে নিজেদের ব্যবসা এমন পথে নিয়ে যাচ্ছে টেসলা, যেখানে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে এআই।
মিজানুর রহমান খান – বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম