লস অ্যাঞ্জেলেসে ট্রাম্প প্রশাসনের ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন ‘অবৈধ’ বলে রায় দিয়েছেন সান-ফ্রান্সিসকো ভিত্তিক মার্কিন ডিস্ট্রিক্ট জাজ চার্লস ব্রেয়ার।
লস অ্যাঞ্জেলেসে ট্রাম্পের সেনা মোতায়েন আটকে দিলেন বিচারক

- আপডেট সময় ০১:৩৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
- / ২৩ বার পড়া হয়েছে
ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অপরাধ দমনের নামে ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ আটকে দিয়েছেন এক ফেডারেল বিচারক। লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোতায়েনকে অবৈধ বলে রায় দিয়েছেন তিনি।
মঙ্গলবার সান-ফ্রান্সিসকো ভিত্তিক মার্কিন জেলা আদালতের (নর্দার্ন ডিস্ট্রিক্ট অব ক্যালিফোর্নিয়া) বিচারক চার্লস ব্রেয়ার এ রায় দেন। তবে তিনি ১২ সেপ্টেম্বর পর্যন্ত রায় স্থগিত রেখেছেন। এ সময়ের মধ্যে ট্রাম্প প্রশাসন রায়ের বিরুদ্ধে আপিল করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত জুন মাসে লস অ্যাঞ্জেলেসে বড় আকারের অভিবাসনবিরোধী অভিযানের প্রতিবাদে উত্তাল পরিস্থিতির মধ্যে সেখানে ৪ হাজার ন্যাশনাল গার্ড ও ৭০০ মেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প।
এ পদক্ষেপে শহরে উত্তেজনা বাড়ে এবং ডেমোক্র্যাটদের তীব্র সমালোচনার মুখে পড়ে হোয়াইট হাউজ। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম তখন লস অ্যাঞ্জেলেসে ট্রাম্পের সেনা মোতায়েনের বিরুদ্ধে মামলা করেন।
অভিযোগ ছিল, প্রশাসন এভাবে সেনা নামিয়ে পোসে কোমিতাতাস অ্যাক্ট লঙ্ঘন করেছে, যে আইনে দেশীয় আইনশৃঙ্খলা রক্ষায় সেনা ব্যবহারে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা সীমিত করা হয়েছে।
মঙ্গলবারের রায়ে বিচারক ব্রেয়ার বলেন, ট্রাম্প প্রশাসন সেনা ও সামরিক যান ব্যবহার করেছে ভিড় নিয়ন্ত্রণ, রাস্তা অবরোধ ও নিরাপত্তা বেষ্টনী গঠনে—যা স্পষ্টভাবে ওই আইন ভঙ্গ করেছে।
তবে ট্রাম্প প্রশাসনের যুক্তি ছিল, সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট ফেডারেল কর্মী ও সম্পদ রক্ষায় সেনা মোতায়েন করতে পারেন।
বিচারক ব্রেয়ার এর আগেও ট্রাম্পের সেনা মোতায়েনকে অবৈধ আখ্যা দিয়ে ন্যাশনাল গার্ডকে গভর্নর নিউসমের নিয়ন্ত্রণে ফেরানোর নির্দেশ দিয়েছিলেন, যদিও তা পরে আপিলে স্থগিত হয়।
আইনজীবীরা সতর্ক করেছেন, প্রশাসনের পক্ষে রায় গেলে সামরিক বাহিনীর ভূমিকা আমূল বদলে যাবে, যা যুক্তরাষ্ট্রের নাগরিক জীবনে গভীর প্রভাব ফেলতে পারে।
মিজানুর রহমান খান – বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম