১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
ফরিদা পারভীন কেবল কিডনি সমস্যা নয়, ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন দীর্ঘদিন ধরে।

লালনগীতির শিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার ‘উন্নতি’, কেবিনে স্থানান্তর

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০৬:২৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / ২৩ বার পড়া হয়েছে

ফাইল ছবি

 

লালনগীতির শিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার ‘উন্নতি হওয়ায়’, তাকে আইসিইউ থেকে কেবিনে দেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতার কর্তৃপক্ষ।

ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী জানিয়েছেন রোববার রাতে এই শিল্পীকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

সোমবার সকালে বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ফরিদা পারভীন এখন আগের চেয়ে কিছুটা ভালো আছেন।”

গত ৫ জুলাই ঢাকার মহাখালীর এই হাসপাতালে চিকিৎসাধীন শিল্পী ফরিদা পারভীন। ভর্তির পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

স্বাস্থ্য সচিবের নির্দেশনায় বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিকেল বোর্ড ফরিদা পারভীনের শারীরিক অবস্থা দেখে চিকিৎসা বিষয়ে পরামর্শ দিয়েছেন। এই বোর্ডে কিডনি, বক্ষব্যাধি, হৃদরোগ বিশেষজ্ঞরা আছেন। স্বাস্থ্যসচিবের প্রতিনিধিও আছেন।

হাসপাতালে ফরিদা পারভীনকে দেখতে অতিরিক্ত দর্শনার্থীর ভিড় যেন না হয়, সে ব্যাপার পরিবারের তরফ থেকে অনুরোধ জানানো হয়েছে।

ফরিদা পারভীনের ছেলে ইমাম জাফর নোমানী ফেইসবুকে লিখেছেন, “আম্মাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে, আলহামদুলিল্লাহ। ডাক্তার বলেছেন ভিজিটর নিয়ন্ত্রণ করতে না পারলে অবস্থা আবারো আগের মতই হয়ে যাবে। সবাইকে আবারো অনুরোধ করছি হাসপাতালে ভিড় না করতে।”

৭১ বছর বয়সী ফরিদা পারভীন কেবল কিডনি সমস্যা নয়, ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন দীর্ঘদিন ধরে। মাঝেমাধ্যেই অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে হয় তাকে।

ফরিদা পারভীনের শারীরিক অসুস্থতা নিয়ে গত ৩ জুলাই খবর প্রকাশ করেছিল বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম। তখন বাসাতেই চিকিৎসা চলছিল, পরে অবস্থার অবনতি হলে ৫ জুলাই তাকে হাসপাতালে নেওয়া হয়।

ফরিদা পারভীনের অসুস্থতার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর পর কেউ কেউ সরকারকে এই শিল্পীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

পরে সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ফরিদা পারভীনের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ফরিদা পারভীনের পরিবারকে আর্থিক সহযোগিতা করতে চাইলেও পরিবার তরফে বলা হয়, তারা চিকিৎসার ব্যয় মেটাতে সক্ষম।

সরকারের কাছে ফরিদার পারভীনের পরিবার বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড করার অনুরোধ জানান।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ফরিদা পারভীনের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।

নজরুলসংগীত ও দেশাত্মবোধক গান শুরুর পর লালনসংগীত দিয়ে শ্রোতাদের কাছে পরিচিতি পান ফরিদা পারভীন। সাধক মোকসেদ আলী শাহর কাছে তিনি লালনসংগীতের তালিম নেন।

সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য ১৯৮৭ সালে একুশে পদক পান ফরিদা পারভীন। ২০০৮ সালে জাপান সরকারের ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কার পান তিনি।

বেশ কয়েকটি চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। সেরা প্লেব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ১৯৯৩ সালে।

ফরিদা পারভীনের কণ্ঠে লালনের গানের যে চর্চা হয়ে এসেছে গেল পাঁচ দশক ধরে, সেটি প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে প্রায় ১৬ বছর আগে তিনি প্রতিষ্ঠা করেন ‘অচিন পাখি সংগীত একাডেমি’।

কিন্তু শারীরিক অসুস্থতা, প্রতিষ্ঠানের আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়া, এবং নিজস্ব ভবন না থাকায় এ প্রতিষ্ঠানটিও টিকে থাকার লড়াইয়ে জর্জরিত।

 

 

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

ফরিদা পারভীন কেবল কিডনি সমস্যা নয়, ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন দীর্ঘদিন ধরে।

লালনগীতির শিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার ‘উন্নতি’, কেবিনে স্থানান্তর

আপডেট সময় ০৬:২৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

 

লালনগীতির শিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার ‘উন্নতি হওয়ায়’, তাকে আইসিইউ থেকে কেবিনে দেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতার কর্তৃপক্ষ।

ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী জানিয়েছেন রোববার রাতে এই শিল্পীকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

সোমবার সকালে বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ফরিদা পারভীন এখন আগের চেয়ে কিছুটা ভালো আছেন।”

গত ৫ জুলাই ঢাকার মহাখালীর এই হাসপাতালে চিকিৎসাধীন শিল্পী ফরিদা পারভীন। ভর্তির পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

স্বাস্থ্য সচিবের নির্দেশনায় বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিকেল বোর্ড ফরিদা পারভীনের শারীরিক অবস্থা দেখে চিকিৎসা বিষয়ে পরামর্শ দিয়েছেন। এই বোর্ডে কিডনি, বক্ষব্যাধি, হৃদরোগ বিশেষজ্ঞরা আছেন। স্বাস্থ্যসচিবের প্রতিনিধিও আছেন।

হাসপাতালে ফরিদা পারভীনকে দেখতে অতিরিক্ত দর্শনার্থীর ভিড় যেন না হয়, সে ব্যাপার পরিবারের তরফ থেকে অনুরোধ জানানো হয়েছে।

ফরিদা পারভীনের ছেলে ইমাম জাফর নোমানী ফেইসবুকে লিখেছেন, “আম্মাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে, আলহামদুলিল্লাহ। ডাক্তার বলেছেন ভিজিটর নিয়ন্ত্রণ করতে না পারলে অবস্থা আবারো আগের মতই হয়ে যাবে। সবাইকে আবারো অনুরোধ করছি হাসপাতালে ভিড় না করতে।”

৭১ বছর বয়সী ফরিদা পারভীন কেবল কিডনি সমস্যা নয়, ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন দীর্ঘদিন ধরে। মাঝেমাধ্যেই অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে হয় তাকে।

ফরিদা পারভীনের শারীরিক অসুস্থতা নিয়ে গত ৩ জুলাই খবর প্রকাশ করেছিল বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম। তখন বাসাতেই চিকিৎসা চলছিল, পরে অবস্থার অবনতি হলে ৫ জুলাই তাকে হাসপাতালে নেওয়া হয়।

ফরিদা পারভীনের অসুস্থতার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর পর কেউ কেউ সরকারকে এই শিল্পীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

পরে সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ফরিদা পারভীনের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ফরিদা পারভীনের পরিবারকে আর্থিক সহযোগিতা করতে চাইলেও পরিবার তরফে বলা হয়, তারা চিকিৎসার ব্যয় মেটাতে সক্ষম।

সরকারের কাছে ফরিদার পারভীনের পরিবার বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড করার অনুরোধ জানান।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ফরিদা পারভীনের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।

নজরুলসংগীত ও দেশাত্মবোধক গান শুরুর পর লালনসংগীত দিয়ে শ্রোতাদের কাছে পরিচিতি পান ফরিদা পারভীন। সাধক মোকসেদ আলী শাহর কাছে তিনি লালনসংগীতের তালিম নেন।

সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য ১৯৮৭ সালে একুশে পদক পান ফরিদা পারভীন। ২০০৮ সালে জাপান সরকারের ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কার পান তিনি।

বেশ কয়েকটি চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। সেরা প্লেব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ১৯৯৩ সালে।

ফরিদা পারভীনের কণ্ঠে লালনের গানের যে চর্চা হয়ে এসেছে গেল পাঁচ দশক ধরে, সেটি প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে প্রায় ১৬ বছর আগে তিনি প্রতিষ্ঠা করেন ‘অচিন পাখি সংগীত একাডেমি’।

কিন্তু শারীরিক অসুস্থতা, প্রতিষ্ঠানের আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়া, এবং নিজস্ব ভবন না থাকায় এ প্রতিষ্ঠানটিও টিকে থাকার লড়াইয়ে জর্জরিত।

 

 

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম