এ আয়োজনে ছয়টি ভাস্কর্য আর ৩৯টি চিত্রকর্ম স্থান পেয়েছে।
লালমাটিয়ায় ২৩ শিল্পীর চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী

- আপডেট সময় ১২:০৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / ২৯ বার পড়া হয়েছে
ঢাকার লালমাটিয়ার ‘গ্যালারি ইলিউশনে’ শুরু হয়েছে ‘বাউন্ডারিস-৩’ শিরোনামে যৌথ শিল্পকর্ম প্রদর্শনী।
শুক্রবার শুরু হওয়া এ প্রদর্শনীতে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, কানাডা ও নেপালের ২৩ শিল্পীর ৪৫টি শিল্পকর্ম স্থান পেয়েছে। এর মধ্যে ছয়টি ভাস্কর্য আর ৩৯টি চিত্রকর্ম রয়েছে বলে প্রদর্শনীর ‘কিউরেটর’ মাহফুজা বিউটি জানিয়েছেন।
২০১৯ সালে লস অ্যাঞ্জেলেসে মাহফুজা বিউটি আয়োজন করেন ‘নো বাউন্ডারি-১’। পরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজন করা হয় ‘বাংলাদেশ-আমেরিকা ফ্রেন্ডশিপ এক্সিবিশন’।
২০২৩ সালে দশ দেশের শিল্পীদের নিয়ে বাংলাদেশে মাহফুজা আয়োজন করেন ‘বাউন্ডারি-২’ প্রদর্শনী। ২০২৪-২০২৫ সালে বাংলাদেশ ও কানাডায় তার আরও দুটি একক প্রদর্শনী হয়েছে।
মাহফুজা বিউটি বলেন, “এবার আমি নতুনভাবে একটি গ্রুপ প্রদর্শনীর আয়োজন করেছি। এ উপলক্ষে আমার পূর্বের ‘চিরন্তন আর্ট গ্রুপ’ এর নাম পরিবর্তন করে রেখেছি ‘জিম ম্যাথিউ আর্ট নেটওয়ার্ক’। জিম ম্যাথিউ ছিলেন আমার মেন্টর, সহকর্মী ও শিল্পগুরু। ২০২৪ সালের জুলাই মাসে তিনি মৃত্যুবরণ করেন। তার অবদানকে স্মরণ ও শ্রদ্ধা জানাতেই এ নামকরণ।”
প্রদর্শনী নিয়ে তিনি বলেন, “এর আগে বাংলাদেশে আমি একটি আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করেছিলাম, যেখানে দশটি দেশের শিল্পীরা অংশ নিয়েছিলেন। তবে বাংলাদেশের মাত্র চারজন শিল্পী নিয়ে কাজ করেছিলাম। এবার প্রথমবারের মত বিশজন বাংলাদেশি শিল্পীকে নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করেছি। সেখানে তিনজন আছেন বিদেশি শিল্পী।
“আমি বিশ্বাস করি, পৃথিবীর শিল্পীরা একসঙ্গে কাজ করলে মানবতা, সৌন্দর্য ও শিল্পচর্চা আরও সমৃদ্ধ হবে।”
প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীদের মধ্যে মাহফুজা বিউটি ছাড়াও রয়েছেন শিল্পী ফরিদা জামান, সুলতানুল ইসলাম, জিম ম্যাথিউ, কারেন কর্নিলিয়াস, জ্যোৎস্না মাহবুব, সরোজা খাদগি, ওয়াহিদ জামান, মাসুদ চৌধুরী, রুবিনা নারগিস, ফারজানা ইয়াসমিন, উত্তম কুমার তালুকদার, সাইদা সুলতানা রানা, মানবেন্দ্র ঘোষ, তৌহিদ শিমুল, মহসিন মৌলক, শ্যামল চন্দ্র সরকার, মানসী বণিক, রোকসানা সুলতানা সম্রাজ্ঞী, পার্থ প্রতীম, তরুণ ঘোষ, ইমরুল চৌধুরী, সায়েদা কামাল।
উদ্বোধন অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রদূত, লেখক মাহফুজুর রহমান, সাউথ এশিয়া ওয়াটার এইডের আঞ্চলিক পরিচালক খায়রুল ইসলাম ও চিত্রশিল্পী তরুণ ঘোষ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম