শিক্ষা প্রতিষ্ঠানে মাউশির জরুরি ৫ নির্দেশনা
- আপডেট সময় ০৭:৫২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩
- / ১০৮ বার পড়া হয়েছে
শিক্ষার্থীদের সুরক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ডেঙ্গু রোধে ৫ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর।
বৃহস্পতিবার (৭ জুলাই) মাউশির দেয়া নির্দেশনাগুলো হচ্ছে….
১. খেলার মাঠ ও ভবনসমূহে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
২. মাঠ কিংবা ভবনে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলতে হবে।
৩. শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে সৌন্দর্য বর্ধনের জন্য যেসব ফুলের টব রাখা হয়েছে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে।
৪. এডিস মশার প্রজননস্থলে যাতে পানি জমতে না পারে তা নিশ্চত করতে হবে।
৫. সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং শিক্ষকগণ কর্তৃক ডেঙ্গু প্রতিরোধের উপায়সমূহ প্রত্যহ শিক্ষার্থীদের জানাতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। বহু মানুষ আক্রান্ত হয়েছেন এবং হচ্ছেন। বিশেষজ্ঞদের ধারণা, সতর্কতা অবলম্বন করলে এ রোগ থেকে নিস্তার পাওয়া সম্ভব।
উল্লেখ্য, ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শেষে দেশের সব স্কুল-কলেজ খুলছে রবিবার।