পিক্সেল ১০, পিক্সেল ১০ প্রো এবং পিক্সেল ১০ প্রো এক্সএল হবে গুগলের প্রথম ফোন যেখানে কেবল ই-সিম সাপোর্ট করবে।
শুধু ই-সিম নিয়ে আসছে পিক্সেল ১০?

- আপডেট সময় ০৩:৪০:১৬ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
- / ৪১ বার পড়া হয়েছে
গুগল পিক্সেল ১০ সিরিজ নিয়ে ফাঁস হওয়া তথ্যের ধারাবাহিকতায় এবার সামনে এসেছে এক ভিন্নধর্মী গুঞ্জন। বাজারে আসতে যাওয়া এই স্মার্টফোনগুলোতে ‘ফিজিক্যাল সিম ট্রে’র পরিবর্তে সম্পূর্ণ ই-সিম থাকতে পারে।
প্রযুক্তি ব্লগার ইভান ব্লাসের বরাত দিয়ে টেক রেডার এক প্রতিবেদনে লিখেছে, পিক্সেল ১০ প্রো ফোল্ড মডেলটি হবে সিরিজের একমাত্র ফোন যেখানে ফিজিক্যাল সিম কার্ড ব্যবহার করা যাবে।
ফলে পিক্সেল ১০, পিক্সেল ১০ প্রো এবং পিক্সেল ১০ প্রো এক্সএল হবে গুগলের প্রথম ফোন যেখানে কেবল ই-সিম সাপোর্ট করবে।
তবে এটি শুধু যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া মডেলের ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে বলে প্রতিবেদনে লিখেছে টেক রেডার।
প্রযুক্তি বিষয়ক আরেক সাইট ‘৯টু৫ গুগল’এর প্রতিবেদন বলছে, ফাঁস হওয়া কিছু পিক্সেল ১০ ছবিতে সিম ট্রে দেখা গেলেও বেশিরভাগ রেন্ডারে ডিভাইসের নিচের অংশ দেখা যায়নি।
যদি পিক্সেল ১০ কেবল ই-সিম সমর্থিত হয় তাহলে তা অবশ্যই অবাক হবার বিষয় তবে একেবারেই যে অপ্রত্যাশিত তা নয়। ২০২৩ সালের পিক্সেল ৮ সিরিজের কিছু মডেলের ক্ষেত্রে এমন গুঞ্জন শোনা গিয়েছিল।
এ ধরনের পদক্ষেপ অনেক আগেই নিয়েছে অ্যাপল, ২০২২ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রে আইফোন ১৪ সিরিজ চালুর সময় থেকেই শুধু ই-সিম ব্যবহারের ব্যবস্থা চালু করে কোম্পানিটি।
তেমন বড় ধরনের সমস্যা ছাড়াই অ্যাপল এই পরিবর্তন কার্যকর করতে পেরেছে এবং গুগলও হয়তো একই পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে।
সাম্প্রতিক বছরগুলোতে ই-সিম প্রযুক্তি অনেক সহজ ও নির্ভরযোগ্য হয়ে উঠেছে। অনেক ক্ষেত্রেই এটি ফিজিক্যাল সিমের তুলনায় বেশি সুবিধাজনক।
পাশাপাশি, সিম ট্রে বাদ দেওয়ার ফলে ফোনের ভেতরে অতিরিক্ত জায়গা পাওয়া যায়, যা অন্য কিছু বসানোর জন্য ব্যবহার করা যেতে পারে।
প্রযুক্তি ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম