০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে মাঠে নেমেছে বিএনপি : আব্দুর রহমান

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৮:৪৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩
  • / ১২৫ বার পড়া হয়েছে

বিএনপি শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান। শনিবার (৪ মার্চ) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।

আব্দুর রহমান বলেন, বিএনপি শুধু সরকার পতন ও তত্ত্বাবধায়ক সরকারের লক্ষ্য নিয়ে মাঠে নামেনি। তারা বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্য নিয়েও মাঠে নেমেছে। তাদের উদ্দেশ্য এদেশকে ধ্বংস করে দেওয়া।

তিনি বলেন, বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন এই বাংলার মাটিতে আর বাস্তবায়ন হবে না। সংবিধান অনুযায়ী নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে আমরা অবশ্যই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী দেখতে চাই। সুতরাং যদি ভালো নির্বাচন করতে চান, তাহলে নির্বাচনে আসুন। শেখ হাসিনা শতভাগ নিরপেক্ষ নির্বাচনের গ্যারান্টি দিয়েছেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সাত্তার মাসুদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক মেয়র সাঈদ খোকন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ কামাল প্রমুখ।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে মাঠে নেমেছে বিএনপি : আব্দুর রহমান

আপডেট সময় ০৮:৪৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩

বিএনপি শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান। শনিবার (৪ মার্চ) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।

আব্দুর রহমান বলেন, বিএনপি শুধু সরকার পতন ও তত্ত্বাবধায়ক সরকারের লক্ষ্য নিয়ে মাঠে নামেনি। তারা বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্য নিয়েও মাঠে নেমেছে। তাদের উদ্দেশ্য এদেশকে ধ্বংস করে দেওয়া।

তিনি বলেন, বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন এই বাংলার মাটিতে আর বাস্তবায়ন হবে না। সংবিধান অনুযায়ী নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে আমরা অবশ্যই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী দেখতে চাই। সুতরাং যদি ভালো নির্বাচন করতে চান, তাহলে নির্বাচনে আসুন। শেখ হাসিনা শতভাগ নিরপেক্ষ নির্বাচনের গ্যারান্টি দিয়েছেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সাত্তার মাসুদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক মেয়র সাঈদ খোকন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ কামাল প্রমুখ।